নবম শ্রেণি - পৌরনীতি ও নাগরিকতা | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

১১. প্রাচীন গ্রিসে নগররাষ্ট্রের নাগরিক ছিলেন না—

i. নারীরা

ii. বিদেশিরা

iii. গৃহভৃত্যরা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১২. নাগরিক বলতে বোঝায়, যাঁরা—

i. রাষ্ট্রে অস্থায়ীভাবে বসবাস করেন

ii. রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করেন

iii. অধিকার ভোগ ও কর্তব্য পালন করেন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৩. বুদ্ধিমান সুনাগরিককে রাষ্ট্রের কী বলা হয়?

ক. অন্তঃপ্রাণ খ. শ্রেষ্ঠ সম্পদ

গ. দর্পণ ঘ. হাতিয়ার

১৪. বুদ্ধি, বিবেক, আত্মসংযম কার গুণাবলি?

ক. একজন নাগরিকের

খ. একজন বিদেশি নাগরিকের

গ. একজন সুনাগরিকের

ঘ. একজন প্রবীণ নাগরিকের

১৫. কে সব সমস্যা অতি সহজে সমাধান করতে পারেন?

ক. সম্পদশালী নাগরিক

খ. বুদ্ধিমান নাগরিক

গ. সরকারি আমলা

ঘ. রাজনৈতিক কর্মী

১৬. কোন ধরনের নাগরিক পরিবার, সমাজ তথা রাষ্ট্রের বিভিন্ন সমস্যা সহজে সমাধান করতে পারেন?

ক. আত্মসংযমী খ. বুদ্ধিমান

গ. বিবেকবান ঘ. শিক্ষিত

১৭. রাষ্ট্রের শ্রেষ্ঠ সম্পদ কারা?

ক. বুদ্ধিমান নাগরিক

খ. উচ্চশিক্ষিত নাগরিক

গ. সম্পদশালী নাগরিক

ঘ. পরিশ্রমী নাগরিক

১৮. সুনাগরিকের অন্যতম গুণ কোনটি?

ক. নির্লিপ্ততা খ. দুর্নীতি

গ. স্বার্থপরতা ঘ. আত্মসংযম

১৯. একজন সুনাগরিকের জাগ্রত শক্তি কোনটি?

ক. সচেতনতা খ. বিবেক

গ. সংযম ঘ. প্রজ্ঞা

২০. রাষ্ট্রের আইন কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত অধিকারকে কী বলে?

ক. নৈতিক অধিকার

খ. আইনগত অধিকার

গ. ব্যক্তিগত অধিকার

ঘ. সাধারণ অধিকার

সঠিক উত্তর

অধ্যায় ২: ১১.ঘ ১২.গ ১৩.খ ১৪.গ ১৫.খ ১৬.খ ১৭.ক ১৮.ঘ ১৯.খ ২০.খ

শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা