মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩

EN
English
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • করোনাভাইরাস
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
পড়াশোনা

ষষ্ঠ শ্রেণির নতুন বই - ডিজিটাল প্রযুক্তি |শিক্ষার্থীর সঙ্গে গল্পের মাধ্যমে সমস্যা খুঁজে বের করি

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

লেখা:
প্রকাশ কুমার দাস
প্রকাশ: ১৫ মার্চ ২০২৩, ০৪: ০১

একটি দৈনন্দিন সমস্যা খুঁজে বের করি

শিক্ষক ক্লাসে নিজের অভিজ্ঞতা থেকে দৈনন্দিন জীবনে প্রযুক্তিবিষয়ক সমস্যা নিয়ে একটি গল্প বললেন। ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া রফিকের বর্তমান বয়স ১০ বছর। সে তার বাবার সঙ্গে গতকাল স্টেডিয়ামে ক্রিকেট খেলা দেখতে গিয়েছিল। খেলা দেখার জন্য সময়মতো বাসা থেকে রওনা দিলেও যথাসময়ে পৌঁছাতে পারেনি। খেলা দেখে আসার সময় আগেরবারের মতোই দোকান থেকে একটি কুকুর কিনে আনে। সঙ্গে কিছু খাবারও নিয়ে আসে। পরদিন ক্লাসে এসে তিনি ডিজিটাল প্রযুক্তি বইয়ের সারণি ১.১ পূরণের মাধ্যমে তথ্য এবং এর উত্স সম্পর্কে ধারণা পরিষ্কার করবেন।

সারণি-১.১:

গল্পটি থেকে একটি জরিপের উদাহরণ দেওয়া হলো। শিক্ষার্থীর সঙ্গে গল্পের প্রশ্ন–উত্তরের মাধ্যমে ছকের সাতটি প্রশ্নের উত্তর সবাই মিলে খুঁজে বের করবে। যেকোনো একটি প্রশ্ন থেকে উত্তর সমন্বয় করে একটি প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। যেমন প্রিয় খেলোয়াড় কতজনের সঙ্গে খেলে, তার একটি তালিকা তৈরি করি। এভাবে তথ্যের প্রয়োজনীয়তা আলোচনা করা যেতে পারে।

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক,মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

পড়াশোনা থেকে আরও পড়ুন
  • প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা
  • ষষ্ঠ শ্রেণি নতুন পাঠ্যপুস্তক
  • নতুন পাঠ্যপুস্তক ২০২৩
  • শিক্ষা
  • ষষ্ঠ শ্রেণি
  • নতুন কারিকুলাম ২০২৩
  • পড়াশোনা
মন্তব্য করুন