প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ - বাংলা (১)

বিশেষ প্রস্তুতি

বাংলা বিষয়ে পুরো পাঠ্যবই থেকে ৭ টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে এবং দুটি অনুচ্ছেদ থেকে ৮ টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে(৮+৭)=১৫।এবং একটি রচনামূলক প্রশ্ন থাকবে যার নম্বর ১০। বাংলায় মোট ২৫ নম্বর

বাংলা - প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, বৃত্তি পরীক্ষার জন্য বাংলা বিষয়ের ওপর প্রশ্নোত্তর দেওয়া হলো।

বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ করো

প্রশ্ন: দেশ হইল জননীর মতো।

উত্তর: দেশ হলো জননীর মতো।

প্রশ্ন: দেশকে ভালোবাসতে হইবে।

উত্তর: দেশকে ভালোবাসতে হবে।

প্রশ্ন: সবাইকে শ্রদ্ধা করিতে হইবে।

উত্তর: শ্রদ্ধা করতে হবে।

প্রশ্ন: ঘুরিয়া  ঘুরিয়া দেশ দেখিব।

উত্তর: ঘুরে ঘুরে দেশ দেখব।

প্রশ্ন: ভালো কাজ করিবার ইচ্ছা থাকা দরকার।

উত্তর: ভালো কাজ করার ইচ্ছা থাকা দরকার।

প্রশ্ন: টাইগার শুনিলেই রয়েল বেঙ্গল টাইগারের কথা স্মরণ হইবে।

উত্তর: টাইগার শুনলেই রয়্যাল বেঙ্গল টাইগারের কথা স্মরণ হবে।

অনুচ্ছেদ পড়ে পাঁচটি প্রশ্ন তৈরি করো

দুই বোন মা-বাবার আদরের ছায়ায় বড় হয়। স্কুলে যাওয়ার পথে বুনোফুল ছিঁড়ে বেণির সঙ্গে গেঁথে রাখে। ফড়িং ধরে। আবার আকাশে উড়িয়ে দেয়। ফুলের পাপড়ি ছিঁড়ে খাতার ভেতর চাপা দিয়ে রাখে। জসীম মিয়া ওদের কপালে চুমু দিয়ে বলে, আমার মেয়েগুলোর অনেক বুদ্ধি। অনেক বড় হ মা। চাইলে লেখাপড়ার জন্য তোদের আমি ঢাকা পাঠাব।  দুই বোন খুশিতে হাততালি দেয়। মা-বাবা ওদের উৎফুল্ল মুখের দিকে তাকিয়ে থাকে। একদিন জসীম মিয়া বাজারে যায়। সেখান থেকে দুই সের চাল-ডাল কিনে বাড়ি ফিরে বারান্দায় ধপাস করে বসে পড়ে। ছুটে আসে রাহেলা বানু। 

উত্তর: নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো—

ক. জসীম মিয়া কে?

খ. স্কুলে যাওয়ার পথে দুই বোন বেণির সঙ্গে কী গেঁথে রাখে?

গ. কেন দুই বোন খুশিতে হাততালি দেয়?

ঘ. জসীম মিয়া লেখাপড়ার জন্য মেয়েদের কোথায় পাঠাতে চায়?

ঙ. দুই বোন কীভাবে বড় হয়?

নিচের যুক্তবর্ণ বিভাজন বাক্যে প্রয়োগ করো

ক্ট =  ক + ট = অক্টোপাস  সামুদ্রিক প্রাণী।

ক্ত =  ক + ত = সিংহ  শক্তিশালী প্রাণী।

ক্ষ্ণ= ক + ষ + ণ = তীক্ষ্ণ মেধাবীরা জীবনে বড় হয় 

গ্ন = গ + ন = সৌরভ মগ্ন হয়ে গান শুনছে 

ঘ্ন =  ঘ + ন = পড়ায় বিঘ্ন ঘটে, এমন কিছু কোরো না। 

ঙ্ক =  ঙ + ক = অঙ্কটা বেশ সহজ ছিল। 

ঙ্খ = ঙ +খ = রাজকুমার পঙ্খিরাজে চড়ে উড়াল দেয়।

ক্ল = ক + ল = ক্লান্ত শরীরে বিশ্রাম প্রয়োজন।

ক্ষ =  ক + ষ = প্রাণী, বৃক্ষলতা প্রকৃতির দান।

ক্স = ক + স = কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত।

গ্ধ =  গ + ধ = সমুদ্র সৈকত দেখে মুগ্ধ হলাম।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন