ইংরেজি - সপ্তম শ্রেণি

সপ্তম শ্রেণির পড়াশোনা

Have You Filled a Bucket Today?

When you make someone feel special, you are filling a bucket. But you can also dip into a bucket and take out some good feelings. You dip into a bucket when you make fun of someone when you say or do mean things, or even when you ignore someone. That’s being a bucket dipper. A bully is a bucket dipper. A bucket dipper says or does mean things that make others feel bad.

তুমি যখন কাউকে বিশেষ মনে করো, তাহলে তুমি একটি বালতি ভর্তি করছ। আবার তুমি কারো একটি বালতি থেকে কিছু ভালো অনুভূতি নিয়ে নিতে পারো। যখন তুমি কাউকে নিয়ে মজা করো অথবা যখন খারাপ কিছু বলো এমনকি যখন কাউকে উপেক্ষা করো, এটিই হচ্ছে বালতি থেকে কিছু নিয়ে নেওয়া। কাউকে আঘাত করা, ভীত বা সন্ত্রস্ত করা হচ্ছে তার বালতি থেকে কিছু বের করে নেওয়া । একজন পীড়নকারী নীচ কথা বলে অথবা ঘৃণ্য কাজ করে, যা অন্যদের খারাপ অনুভব করায়।

ইকবাল খান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা