অষ্টম শ্রেণি – তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ৩ - বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

৪১. সিআইএইচ প্রতিবছর কত তারিখে হার্ডডিস্ক ফরম্যাট করে ফেলত?

ক. ২৬ এপ্রিল খ. ২৬ মে

গ. ২৬ জুন ঘ. ২৬ জুলাই

৪২. বর্তমানে সিআইএইচ কোন অবস্থায় রয়েছে?

ক. সক্রিয় খ. নিষ্ক্রিয়

গ. সবল ঘ. দুর্বল

৪৩. কোনটি নেটওয়ার্ক ম্যালওয়্যার?

ক. ওয়ার্ম খ. মজিলা

গ. ভাইরাস ঘ. স্কাইপি

৪৪. কত সালে প্রথম ভাইরাস সম্পর্কে আলোকপাত করা হয়?

ক. ১৯৪০ সালে খ. ১৯৪৯ সালে

গ. ২০০০ সালে ঘ. ২০০৮ সালে

৪৫. কে প্রথম ভাইরাস সম্পর্কে আলোকপাত করেন?

ক. জন ভন নিউম্যান

খ. চার্লস ব্যাবেজ

গ. ফ্রেডরিক বি কোহেন

ঘ. জন রিচম্যান

আরও পড়ুন

৪৬. কম্পিউটার প্রোগ্রামকে ভাইরাস হিসেবে সম্বোধন করেন কে?

ক. ফ্রেডরিক এইচ কোবিন

খ. জন ভন নিউম্যান

গ. ফ্রেডরিক বি কোহেন

ঘ. ফ্রেডরিক ব্যাবেজ

৪৭. কম্পিউটার ভাইরাস কিসের অন্তর্ভুক্ত?

ক. ওয়েব ব্রাউজার

খ. হার্ডওয়্যার

গ. ম্যালওয়্যার

ঘ. কম্পিউটার

৪৮. আরপানেটে সত্তর দশকে কোন ভাইরাস চিহ্নিত করেছিল?

ক. নিমতা ভাইরাস

খ. এলক ভাইরাস

গ. ক্রিপার ভাইরাস

ঘ. ব্রেইন ভাইরাস

৪৯. রিপার কী?

ক. একটি হার্ডওয়্যার

খ. একটি সফটওয়্যার

গ. একটি ভাইরাস

ঘ. একজন ভাইরাস আবিষ্কারক

৫০. রিপার কী করে?

ক. ক্রিপার ভাইরাসকে আঘাত করে

খ. ক্রিপার ভাইরাস তৈরি করে

গ. রিপারের বিপরীত ক্রিপার

ঘ. ক্রিপার ভাইরাসকে মুছে ফেলে

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৪১.ক ৪২.খ ৪৩.ক ৪৪.খ ৪৫.ক ৪৬.গ ৪৭.গ ৪৮.গ ৪৯.খ ৫০.ঘ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন