অষ্টম শ্রেণি – বাংলা | মানবধর্ম : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

মানবধর্ম

২১. লালন শাহের কোন জিনিসটি নিয়ে মতান্তর আছে?

ক. জন্ম খ. মৃত্যু

গ. ধর্ম ঘ. বর্ণ

২২. ‘জেতের’ শব্দের অর্থ কী?

ক. জাত বেজাতের

খ. জাতের

গ. জাতীয়তা

ঘ. স্বপ্ন

২৩. ধর্মীয় শাস্ত্র থেকে অর্জিত বিশেষ জ্ঞানের সঙ্গে নিজের অভিজ্ঞতা ও উপলব্ধির মিলনে লালন শাহ নতুন কী প্রচার করেন?

ক. দর্শন খ. সাধন

গ. মানবতা ঘ. চিন্তা

২৪. লালন শাহ কীরূপ মরমি কবি?

ক. সাম্প্রদায়িক

খ. মানবতাবাদী

গ. ধর্ম ও গোত্রে বিশ্বাসী

ঘ. দর্শনশাস্ত্রীয়

২৫. ‘জল’ কী অনুসারে ভিন্নতা জানায়?

ক. কুয়ো অনুসারে খ. গঙ্গা অনুসারে

গ. পাত্র অনুসারে ঘ. চিহ্ন অনুসারে

২৬. লালন ‘জেতের ফাতা’ কোথায় বিকিয়েছেন?

ক. হাটবাজারে খ. সাত-বাজারে

গ. জগৎ-সংসারে ঘ. যাওয়া-আসায়

২৭. গানের মধ্য দিয়ে লালনের কী প্রকাশ পেয়েছে?

ক. অভিজ্ঞতা খ. জ্ঞান

গ. দর্শন ঘ. রূপ

২৮. কোথায় লালন শাহ নিজেকে ফকির হিসেবে উল্লেখ করেছেন?

ক. গঙ্গায় খ. ধর্মে

গ. গানে ঘ. সংসারে

২৯. ‘কূপজল’ শব্দের অর্থ কী?

ক. কূপ যে জল খ. কূপের পানি

গ. কুৎসিত কিছু ঘ. কুয়োর ব্যাঙ

৩০. লোকে যথা–তথা গৌরব করে কেন?

ক. অজ্ঞতাবশত খ. শক্তির দম্ভে

গ. রক্তের জোরে ঘ. ধর্মের তেজে

সঠিক উত্তর

মানবধর্ম: ২১.ক ২২.খ ২৩.ক ২৪.খ ২৫.গ ২৬.খ ২৭.গ ২৮.গ ২৯.খ ৩০.ক

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা