অষ্টম শ্রেণি – বাংলা | ব্যাকরণ - সন্ধি : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৩৬)

অষ্টম শ্রেণির পড়াশোনা

সন্ধি

৩১. বিসর্গ সন্ধি কয়ভাবে সাধিত হয়?

ক. পাঁচ খ. চার

গ. তিন ঘ. দুই

৩২. ‘প্রাতরাশ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. প্রাত + আশ খ. প্রাতঃ + আশ

গ. প্রাত + রাশি ঘ. প্রাতঃ + রাশ

৩৩. শিরঃ + ছেদ এর সঠিক সন্ধি কোনটি?

ক. শিরশ্ছেদ খ. শিরঃছেদ

গ. শিরঃশ্ছেদ ঘ. শিরচ্ছেদ

৩৪. র-জাত বিসর্গের পরে ‘র’ থাকলে বিসর্গ লোপ পায়, এর উদাহরণ কোনটি?

ক. নির্ভয় খ. নির্গত

গ. নীরব ঘ. নিষ্কাম

৩৫. অ/আ ধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে ক, খ, প, ফ থাকলে বিসর্গ স্থানে ‘স’ হয়, এর উদাহরণ নিচের কোনটি?

ক. নিরোগ খ. নীরস

গ. চতুষ্পদ ঘ. পুরস্কার

৩৬. ‘অহরহ’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. অহ্ + অহ খ. অহঃ + অহ

গ. অহঃ + অহঃ ঘ. অহো + অহঃ

সঠিক উত্তর

সন্ধি: ৩১.ঘ ৩২.খ ৩৩.ক ৩৪.গ ৩৫.ঘ ৩৬.খ

শরীফুল ইসলাম শরীফ, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা