অষ্টম শ্রেণি – বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৭ - বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৭

৬১. ডেপুটি স্পিকারের কাজ হচ্ছে—

i. স্পিকারের কাজে সহায়তা করা

ii. স্পিকারের অনুপস্থিতিতে সংসদ পরিচালনা করা

iii. স্পিকারকে বিভিন্ন কাজে হুকুম দেওয়া

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬২. পার্বত্যবিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ হচ্ছে—

i. রাঙামাটি

ii. বান্দরবান

iii. খাগড়াছড়ি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৩. সুপ্রিম কোর্টের প্রধানকে কী বলা হয়?

ক. বিচারক খ. প্রধান বিচারপতি

গ. বিচারপতি ঘ. আইনপ্রণেতা

৬৪. প্রধান বিচারপতিকে কে নিয়োগ দেন?

ক. প্রধানমন্ত্রী খ. রাষ্ট্রপতি

গ. মন্ত্রী ঘ. আইনমন্ত্রী

৬৫. সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ রয়েছে?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

আরও পড়ুন

৬৬. যে বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সংবিধান ও আইন অনুযায়ী বিচার করে, তাকে কী বলে?

ক. শাসন বিভাগ খ. জাতীয় সংসদ

গ. আইন বিভাগ ঘ. বিচার বিভাগ

৬৭. বিচার বিভাগ কাদের নিয়ে গঠিত?

ক. বিচারকদের খ. সংসদ সদস্যদের

গ. আইনজীবীদের ঘ. মন্ত্রীদের

৬৮. বর্তমানে দেশে কতটি ইউনিয়ন পরিষদ আছে?

ক. ৪৫৭১টি খ. ৪৬৫০টি

গ. ৪৭০০টি ঘ. ৪৭৫০টি

৬৯. বর্তমানে দেশে মোট উপজেলা পরিষদের সংখ্যা কয়টি?

ক. ৪৯২টি খ. ৪৯৫টি

গ. ৪৯৬টি ঘ. ৪৯৯টি

৭০. বর্তমানে দেশে মোট সিটি করপোরেশনের সংখ্যা কয়টি?

ক. ১১টি খ. ১২টি

গ. ১৩টি ঘ. ১৪টি

সঠিক উত্তর

অধ্যায় ৭: ৬১.ক ৬২.ঘ ৬৩.খ ৬৪.খ ৬৫.ক ৬৬.ঘ ৬৭.ক ৬৮.ক ৬৯.ক ৭০.খ

মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা

আরও পড়ুন