সপ্তম শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

৫১. ফুলকার সাহায্যে শ্বসন সম্পন্ন করে—

i. মাছ

ii. মানুষ

iii. ব্যাঙাচি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫২. কোনটি শ্বসনতন্ত্রের অংশ?

ক. ইউরেটার খ. সেরিবেলাম

গ. ট্রাকিয়া ঘ. ডিওডেনাম

৫৩. নিচের কোনটি শ্বাসনালির কাজ?

ক. বায়ু ফুসফুসে প্রবেশ করানো

খ. বায়ু পাকস্থলীতে প্রবেশ করানো

গ. অক্সিজেন বৃহদন্তে প্রবেশ করানো

ঘ. হাইড্রোজেন ফুসফুসে প্রবেশ করানো

৫৪. ফুসফুসের প্রতিটি বায়ুথলি কোন কোষ দ্বারা গঠিত?

ক. পাতলা এপিথেলিয়াল

খ. এপিথেলিয়াল

গ. পাতলা স্কোয়ামাস এপিথেলিয়াল

ঘ. ঘন স্কোয়ামাস এপিথেলিয়াল

৫৫. মানব শ্বসনতন্ত্রের অঙ্গ হলো—

i. ফুলকা

ii. নাসিকা

iii. ব্রঙ্কিওল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৬. কোনটি উদ্ভিদের শ্বসন অঙ্গের নয়?

ক. ত্বক খ. লেন্টিসেল

গ. রক্ষীকোষ ঘ. পত্ররন্ধ্র

৫৭. ফুসফুসের অক্সিজেনযুক্ত রক্ত দেহের দূরবর্তী কৈশিক নালিতে পৌঁছালে কী শুরু হয়?

ক. বহিঃশ্বসন খ. নিশ্বাস

গ. প্রশ্বাস ঘ. অন্তঃশ্বসন

৫৮. নাসারন্ধ্র ও নাসাপথ আবৃত থাকে—

i. সম্মুখভাগ লোম দ্বারা

ii. পশ্চাৎ দিক ঝিল্লি দ্বারা

iii. সম্মুখভাগ ঝিল্লি দ্বারা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৯. স্বরযন্ত্রে স্বরছিদ্রের ঢাকনার কাজ হচ্ছে—

i. খাদ্য গ্রহণের সময় স্বরযন্ত্রকে ঢেকে রাখা

ii. শ্বাস গ্রহণের সময় খুলতে সাহায্য করা

iii. বায়ু ফুসফুসে পৌঁছে দেওয়া

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬০. নিউমোনিয়া হয়—

i. ভাইরাসের সংক্রমণে

ii. ব্যাকটেরিয়ার সংক্রমণে

iii. ঠান্ডা লেগে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৫১.খ ৫২.গ ৫৩.ক ৫৪.ক ৫৫.গ ৫৬.ক ৫৭.ঘ ৫৮.ক ৫৯.ক ৬০.ঘ

এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)