অষ্টম শ্রেণি – বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৬ - বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)
অষ্টম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ৬
৪১. একটি দেশের মানুষ প্রকৃত বিচারে কেমন, তা কীভাবে জানা সম্ভব?
ক. জিডিপি দেখে
খ. মানব উন্নয়ন সূচক দেখে
গ. শিক্ষা দেখে
ঘ. অর্থ দেখে
৪২. শহরাঞ্চলের মানুষ প্রধানত কী ধরনের কাজ করে থাকেন?
ক. চাকরি খ. কৃষিকাজ
গ. ব্যবসা-বাণিজ্য ঘ. চাকরি ও ব্যবসা
৪৩. বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কোনটি?
ক. কৃষি খ. শিল্প
গ. পোশাকশিল্প ঘ. মৎস্য
৪৪. বাংলাদেশের জাতীয় আয়ের দ্বিতীয় প্রধান খাত কোনটি?
ক. প্রাকৃতিক গ্যাস খ. মৎস্য
গ. শিল্প ঘ. খনিজ
৪৫. দেশে উৎপাদন বাড়লে কী হবে?
ক. দারিদ্র্য বেড়ে যাবে
খ. বেকারত্ব বাড়বে
গ. মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে
ঘ. কর্মসংস্থনের সুযোগ কমবে
৪৬. প্রবৃদ্ধির সূচক কখন এগিয়ে যাবে?
ক. মানুষের ক্রয়ক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে জনসংখ্যার বৃদ্ধির হার নিয়ন্ত্রণ করলে
খ. মানুষের ক্রয়ক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে জনসংখ্যার বৃদ্ধির হার বাড়লে
গ. মানুষের ক্রয়ক্ষমতা হ্রাসের সঙ্গে সঙ্গে জনসংখ্যার বৃদ্ধির হার বাড়লে
ঘ. মানুষের ক্রয়ক্ষমতা হ্রাসের সঙ্গে সঙ্গে জনসংখ্যার বৃদ্ধির হারকে নিয়ন্ত্রণ করলে
৪৭. কোনো দেশের জনপ্রতি বার্ষিক আয়কে কী বলে?
ক. সামাজিক আয় খ. পারিবারিক আয়
গ. সমষ্টিগত আয় ঘ. মাথাপিছু আয়
৪৮. সার্কভুক্ত দেশগুলোর রেমিট্যান্সপ্রাপ্ত দেশের (২০০৯ সালে) মধ্যে বাংলাদেশের অবস্থান কত ?
ক. ১ম খ. ২য়
গ. ৩য় ঘ. ৫ম
৪৯. দেশের মানবসম্পদ বলতে কী বোঝায়?
ক. যুবকদের
খ. শ্রমশক্তিসম্পন্ন মানুষ
গ. বুদ্ধিজীবীদের
ঘ. স্মৃতিশক্তিসম্পন্ন মানুষ
৫০. মানবসম্পদ উন্নয়ন বলতে কী বোঝায়?
ক. বেকার মানুষকে চাকরি দেওয়া
খ. দক্ষ মানুষকে চাকরিতে নিয়োগ দেওয়া
গ. অদক্ষ মানুষকে শ্রমশক্তিসম্পন্ন করা
ঘ. অদক্ষ মানুষকে চাকরিতে নিয়োগ দেওয়া
সঠিক উত্তর
অধ্যায় ৬: ৪১.খ ৪২.ঘ ৪৩.ক ৪৪.গ ৪৫.গ ৪৬.ক ৪৭.ঘ ৪৮.খ ৪৯.খ ৫০.গ
মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা