ঘাসফড়িংয়ের বিভিন্ন অংশ-জীববিজ্ঞান ২য় পত্র, অধ্যায় ২

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

ঘাসফড়িংয়ের বিভিন্ন অংশছবি: কার্লসন স্টক আর্ট ডটকম

অধ্যায়–২

১১১. ঘাসফড়িংয়ের রেচন অঙ্গ কোনটি?

ক. নেফ্রিডিয়া খ. শিখাকোষ

গ. মালপিজিয়ান নালিকা ঘ. মালপিজিয়ান বডি

১১২. কোনটি ঘাসফড়িংয়ের দেহে দেখা যায়?

ক. মেসোগ্লিয়া খ. হিমোসিল

গ. সিলেন্টেরন ঘ. সমখণ্ডকায়ন

১১৩. ঘাসফড়িংয়ে পরিস্ফুটনের সঠিক ধাপ কোনটি

ক. ডিম → লার্ভা → পিউপা → ইমাগো

খ. ডিম → নিম্ফ → পিউপা → ইমাগো

গ. ডিম → নিম্ফ → ইমাগো

ঘ. ডিম → লার্ভা → ইমাগো

১১৪. রুই মাছের আঁইশ কী ধরনের?

ক. সার্কুলার খ. ভেন্ট্রিকুলার

গ. কণ্টকযুক্ত ঘ. সার্কুলার ও কণ্টকযুক্ত

১১৫. ঘাসফড়িংয়ের উদরের খণ্ডকে বিদ্যমান—

i. টার্গাম

ii. স্টার্নাম

iii. প্লিউরন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১৬. ঘাসফড়িংয়ে ল্যাসিনিয়া পাওয়া যায় মুখোপাঙ্গের কোনটিতে?

ক. ল্যাব্রাম খ. ম্যান্ডিবল

গ. ম্যাক্সিলা ঘ. ল্যাবিয়াম

১১৭. ঘাসফড়িংয়ের রক্ত সংবহনতন্ত্র—

i. উন্মুক্ত প্রকৃতির

ii. শ্বাসরঞ্জক যুক্ত

iii. অ্যায়ার্টা বিদ্যমান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১৮. ঘাসফড়িংয়ের উদর অঞ্চলে কয়টি শ্বাসরন্ধ্র থাকে?

ক. ৪টি খ. ৮টি

গ. ১২টি ঘ. ১৬টি

১১৯. ঘাসফড়িংয়ের দেহে মোট কত জোড়া শ্বাসরন্ধ্র রয়েছে?

ক. ২ জোড়া খ. ৪ জোড়া

গ. ৮ জোড়া ঘ. ১০ জোড়া

১২০. রুই মাছের কানকোয়ার পেছনের পাখনাকে কী বলা হয়?

ক. শ্রোণি পাখনা খ. পৃষ্ঠীয় পাখনা

গ. বক্ষ পাখনা ঘ. পায়ু পাখনা

সঠিক উত্তর

অধ্যায় ২: ১১১.গ ১১২.খ ১১৩.গ ১১৪.ক ১১৫.ক ১১৬.গ ১১৭.খ ১১৮.ঘ ১১৯.ঘ ১২০.গ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা