অষ্টম শ্রেণি – বিজ্ঞান | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

১১. জিনকে এক বংশ থেকে পরবর্তী বংশে বহন করার জন্য বাহক হিসেবে কে কাজ করে?

ক. ডিএনএ খ. আরএনএ

গ. ক্রোমোজোম ঘ. অপত৵ কোষ

১২. তামাক গাছের মোজাইক ভাইরাস (TMV)–তে কী থাকে না?

ক. ডিএনএ খ. ক্রোমোজোম

গ. আরএনএ ঘ. জিন

১৩. ‘বংশগতির জনক’ বলা হয় কাকে?

ক. চার্লস ডারউইন খ. গ্রেগর জোহান মেন্ডেল

গ. আইজাক নিউটন ঘ. মাইকেল ফ্যারাডে

১৪. ‘বংশগতির ভৌতভিত্তি’ কোনটি?

ক. নিউক্লিয়াস খ. মাইটোকন্ড্রিয়া

গ. ক্রোমোজোম ঘ. ডিএনএ

১৫. কোন কোষ বিভাজনের মাধ্যমে বংশগতির ধারা অব্যাহত থাকে?

ক. টেলোফেজ খ. অ্যানাফেজ

গ. মিয়োসিস ঘ. মাইটোসিস

১৬. জীবদেহে কয় ধরনের কোষ বিভাজন দেখা যায়?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

১৭. মাইটোসিসে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা—

i. সমান থাকে

ii. অর্ধেক থাকে

iii. দ্বিগুণ হয়

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও ii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৮. মাইটোসিস বিভাজন কয়টি পর্যায়ে সম্পন্ন হয়?

ক. দুটি খ. তিনটি

গ. চারটি ঘ. পাঁচটি

১৯. ক্যারিওকাইনেসিস পর্যায়কে কয়টি ধাপে ভাগ করা যায়?

ক. দুটি খ. তিনটি

গ. চারটি ঘ. পাঁচটি

২০. কোন ধাপে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়?

ক. প্রো-মেটাফেজ খ. মেটাফেজ

গ. অ্যানাফেজ ঘ. টেলোফেজ

সঠিক উত্তর

অধ্যায় ২: ১১.গ ১২.ক ১৩.খ ১৪.গ ১৫.গ ১৬.খ ১৭.ক ১৮.ক ১৯.ঘ ২০.ক

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা