গণিত - পঞ্চম শ্রেণি

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৬

১১. প্রশ্ন: অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করার ক্ষেত্রে ভাগশেষকে কী হিসেবে লিখতে হয়?

উত্তর: লব হিসেবে।

১২. প্রশ্ন: অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করার ক্ষেত্রে হরের কী পরিবর্তন হয়?

উত্তর: কোনো পরিবর্তন হয় না। হর একই থাকে।

১৩. প্রশ্ন: কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করার ক্ষেত্রে লবের কী পরিবর্তন হয়?

উত্তর: লবের কোনো পরিবর্তন হয় না।

১৪. প্রশ্ন: হিসাবের সময় ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কী হয়?

উত্তর: হিসাব সহজ হয়।

১৫. প্রশ্ন: ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ করার ক্ষেত্রে লবকে কী দ্বারা গুণ করতে হয়?

উত্তর: লব দিয়ে।

১৬. প্রশ্ন: ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ করার ক্ষেত্রে হরকে কী দিয়ে গুণ করতে হয়?

উত্তর: হর দিয়ে।

১৭. প্রশ্ন: একটি ভগ্নাংশ অপর একটি ভগ্নাংশের বিপরীত বলা হয় যদি ভগ্নাংশ দুটির গুণফল— হয়।

উত্তর: একটি ভগ্নাংশ অপর একটি ভগ্নাংশের বিপরীত বলা হয় যদি ভগ্নাংশ দুটির গুণফল ১ হয়।

১৮. প্রশ্ন: ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে বিপরীত ভগ্নাংশ দিয়ে প্রথম ভগ্নাংশকে কী করতে হবে?

উত্তর: গুণ

১৯. প্রশ্ন: যখন একটি হিসাবে গুণ ও ভাগ প্রক্রিয়া উভয়ই থাকে, তখন আমরা ভাগ প্রক্রিয়াকে কিসে পরিবর্তন করে সমাধান করতে পারি?

উত্তর: গুণ-এ

২০. প্রশ্ন: মাঝে মাঝে ‘এর’ কী হিসেবে ব্যবহৃত হয়?

উত্তর: প্রতীক হিসেবে।

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা