নবম শ্রেণি - রসায়ন | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

৬১. ডলোমোইটের সংকেত কোনটি?

ক. MgCO3 খ. CaCO3.MgCO3

গ. CaCO3 ঘ. CO3

৬২. ক্যালামাইনের সংকেত কোনটি?

ক. ZnCO3 খ. SO2

গ. ZnSO4 ঘ. Pb

৬৩. প্রতিটি পূর্ণ শক্তিস্তরে ইলেকট্রনের সংখ্যা কত?

ক. n খ. 2n

গ. 2n2 ঘ. 3n2

৬৪. হাইড্রোজেনের কয়টি আইসোটোপ আছে?

ক. ৩ খ. ৪

গ. ৫ ঘ. ৭

৬৫. ১ গ্রাম হাইড্রোজেনের কয়টি অণু থাকে?

ক. 3.01 X 1023

খ. 3.61 X 1023

গ. 3.023 X 1023

ঘ. 6.023 X 1023

৬৬. ত্রয়ীসূত্র প্রদান করেন—

ক. মাদাম কুরি খ. ডোবেরাইনার

গ. নিউটন ঘ. আইনস্টাইন

৬৭. নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ?

ক. ইউরেনাম খ. বেনজিন

গ. নাইট্রাস ঘ. টলুইন

৬৮. কোন ধরনের আইসোটোপের সংখ্যা বেশি?

ক. সুস্থিত খ. অস্থিত

গ. নিষ্ক্রিয় ঘ. তেজস্ক্রিয়

৬৯. স্থায়ী কণিকা একত্রিত হয়ে কোনটি গঠিত হয়?

ক. মৌলিক কণিকা খ. পরমাণু

গ. অণু ঘ. আয়ন

৭০. ইলেকট্রনের ৫ম শেলে উপস্তর সংখ্যা কয়টি?

ক. 3 খ. 4

গ. 5 ঘ. 6

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৬১.খ ৬২.ক ৬৩.গ ৬৪.ঘ ৬৫.ক ৬৬.খ ৬৭.ক ৬৮.খ ৬৯.খ ৭০.ঘ

তাপসী বণিক, সহযোগী অধ্যাপক, কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ঢাকা