পঞ্চম শ্রেণি - বাংলা | অনুচ্ছেদটি পড়ে প্রশ্ন তৈরি করা (৪)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অনুচ্ছেদটি পড়ে প্রশ্ন তৈরি করো

টমাস আলভা এডিসন ছিলেন বিখ্যাত বিজ্ঞানী। তিনি ১৮৪৭ সালে আমেরিকায় জন্মগ্রহণ করেন। বালক বয়সেই বাড়ির পাশের জমিতে সবজি চাষ করে তিনি ৩০০ ডলার উপার্জন করেছিলেন। এই টাকার অর্ধেক তিনি তাঁর মাকে দিয়েছিলেন আর অর্ধেক দিয়ে তিনি বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার জন্য রাসায়নিক দ্রব্য কেনেন। শুধু তা-ই নয়, একসময় এডিসন ট্রেনে খবরের কাগজও বিক্রি করতেন। সাথে সাথে নানা বিষয়ে গবেষণাও চালিয়ে গেছেন তিনি। তাঁর সবচেয়ে বিখ্যাত আবিষ্কার হচ্ছে বৈদ্যুতিক বাতি। এ জন্য ১৮৭৮ সালের সেপ্টেম্বর মাসে কাজ শুরু করে প্রায় এক বছর পর তিনি সফল হন। এ ছাড়া গ্রামোফোনও তিনিই আবিষ্কার করেন। সারা জীবনে তিনি এক হাজারের বেশি আবিষ্কার করেছেন। নিরলস চেষ্টা ও সংকল্পের কারণেই সফল হয়েছেন তিনি।

উত্তর

প্রশ্নগুলো হলো—

ক. কে ট্রেনে খবরের কাগজ বিক্রি করতেন?

খ. টমাস আলভা এডিসনের বিখ্যাত আবিষ্কার কী?

গ. বিজ্ঞানী টমাস আলভা এডিসন কোথায় জন্মগ্রহণ করেন?

ঘ. টমাস আলভা এডিসন কীভাবে সফল হয়েছেন?

ঙ. বিজ্ঞানী টমাস আলভা এডিসন কেন রাসায়নিক দ্রব্য কেনেন?

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ অনুচ্ছেদটি পড়ে প্রশ্ন তৈরি করা (৩)