ষষ্ঠ শ্রেণির নতুন বই - গণিত | জ্যামিতি ( বিভিন্ন ধরনের কোণ)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

বিভিন্ন ধরনের কোণ

প্রিয় শিক্ষার্থী আশা করি, সবাই ভালো আছ। আজ তোমাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের কোণের আকৃতি ও তাদের বিবরণ।

১. কোণ কী?

একই সমতলে দুটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে যে আকৃতি তৈরি হয়, তাকে কোণ বলে। রশ্মি দুটিকে কোণের বাহু এবং তাদের সাধারণ বিন্দুকে শীর্ষবিন্দু বলে।

চিত্র OP ও OQ রশ্মিদ্বয় তাদের সাধারণ প্রান্তবিন্দু O–তে ∠POQ উত্পন্ন করেছে। O বিন্দুটি ∠POQ এর শীর্ষ বিন্দু।

২. সন্নিহিত কোণ:

যদি কোনো তলে দুটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, তবে ওই কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে।

চিত্র A বিন্দুতে ∠BAC ও ∠CAD দুটি কোণ উত্পন্ন হয়েছে। A বিন্দু কোণ দুটির শীর্ষবিন্দু। ∠BAC ও ∠CAD উত্পন্নকারী বাহুদ্বয়ের মধ্যে AC সাধারণ বাহু। কোণ দুটি সাধারণ বাহু AC–এর বিপরীত পাশে অবস্থিত। ∠BAC ও ∠CAD–কে পরস্পর সন্নিহিত কোণ বলে।

রণজিৎ কুমার শীল, সিনিয়র শিক্ষক, ধানমন্ডি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা

আরও পড়ুন