ষষ্ঠ শ্রেণি - বাংলা ২য় পত্র | রূপতত্ত্ব : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

রূপতত্ত্ব

১. শব্দের গঠন এবং একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্কের আলোচনা ব্যাকরণের কোন অংশে হয়?

ক. ধ্বনিতত্ত্বে খ. রূপতত্ত্বে

গ. বাক্যতত্ত্বে ঘ. বাগর্থতত্ত্বে

২. শব্দ গঠনের জন্য ভাষিক উপাদান হলো—

i. প্রত্যয়

ii. বিভক্তি

iii. উপসর্গ ও সমাস

নিচের কোনটি ঠিক?

ক. i খ. ii

গ. i ও ii ঘ. i, ii ও iii

৩. প্রত্যয় শব্দের কোথায় বসে?

ক. পরে খ. পূর্বে

গ. মাঝে ঘ. সঙ্গে

৪. স্বাধীন ব্যবহার নেই যাদের—

i. প্রত্যয়

ii. বিভক্তি

iii. উপসর্গ

নিচের কোনটি ঠিক?

ক. i খ. ii

গ. i ও ii ঘ. i, ii ও iii

৫. বিভক্তির নেই—

i. অর্থ

ii. স্বাধীন ব্যবহার

iii. শব্দ গঠনের ক্ষমতা

নিচের কোনটি ঠিক?

ক. i খ. ii

গ. i ও ii ঘ. i, ii ও iii

৬. শব্দের পর যে বিভক্তি বসে তাকে কী বলে?

ক. নামবিভক্তি খ. পদবিভক্তি

গ. শব্দবিভক্তি ঘ. ক্রিয়াবিভক্তি

৭. দুই বা তার চেয়ে বেশি শব্দ একসঙ্গে যুক্ত হয়ে একটি শব্দ তৈরির প্রক্রিয়াকে কী বলে?

ক. বিভক্তি খ. উপসর্গ

গ. সন্ধি ঘ. সমাস

৮. শব্দ কত প্রকার?

ক. ৩ খ. ৪

গ. ৫ ঘ. ৬

৯. কোনো শব্দের মাধ্যমে যা বোঝালে তাকে বিশেষ্য বলে তা হলো—

i. ব্যক্তি, জাতির নাম

ii. সমষ্টি, বস্তু, স্থানের নাম

iii. কাল, ভাব, কর্ম বা গুণের নাম

নিচের কোনটি ঠিক?

ক. i খ. ii

গ. i ও ii ঘ. i, ii ও iii

১০. বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে কী বলে?

ক. বিশেষণ খ. সর্বনাম

গ. ক্রিয়া ঘ. অব্যয়

সঠিক উত্তর

রূপতত্ত্ব: ১.খ ২.ঘ ৩.ক ৪.ক ৫.খ ৬.গ ৭.ঘ ৮.গ ৯.ঘ ১০.খ

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা