মনে রেখো, এটি ভবিষ্যৎ জীবন নির্ধারণী পরীক্ষা। সিলেবাসটি ছোট, তাই আত্মস্থ করতে সুবিধা হবে। এখানে প্রতিটি বিষয়ই গুরুত্বপূর্ণ। নিজেকে চাপমুক্ত রাখতে পরীক্ষার আগমুহূর্তে পড়ার তালিকায় কোনো নতুন বিষয় যোগ করবে না। যা পড়েছ তাই মনোযোগসহকারে রিভিশন করে নাও।
যেসব বিষয়ে নিজেকে দুর্বল মনে করো সেসব বিষয়ে কলেজের শিক্ষকের সহায়তা নিয়ে ঠিক করে নেবে।
স্বাস্থ্যের প্রতি যথেষ্ট যত্নশীল হতে হবে। এখন হালকা ঠান্ডা পড়ছে, তাই সেদিকে খেয়াল রাখবে। প্রতিদিন কমপক্ষে ৭-৮ ঘণ্টা ঘুমাতে হবে। পরীক্ষার আগের রাতে ঘুমানো প্রয়োজন। ব্যবহারিক পরীক্ষার খাতাগুলো স্বাক্ষর করা আছে কি না খেয়াল করা জরুরি। এখনই খাতাগুলো সঠিকভাবে সংরক্ষণ করে রাখবে। প্রয়োজনের সময় হাতের কাছে যেন থাকে। পরীক্ষার অন্যান্য দরকারি জিনিসপত্র আগেই গুছিয়ে রাখবে।
কর্নেল মো. শামসুল আলম, পিএসসি (অব.), অধ্যক্ষ, সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা