পঞ্চম শ্রেণি - বাংলা | সমার্থক শব্দ (১৪৬-১৫০)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

সমার্থক শব্দ

১৪৬। আঁধার: অন্ধকার, তমসাচ্ছন্ন।

১৪৭। মজলুম: অত্যাচারিত, উৎপীড়িত।

১৪৮। প্রবাসী: পরবাসী, দেশান্তরি।

১৪৯। রানি: রাজ্ঞী, সম্রাজ্ঞী, রাজপত্নী।

১৫০। সমুদ্র: সাগর, অর্ণব, জলনিধি।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ সমার্থক শব্দ (১৪১-১৪৫)