অষ্টম শ্রেণি – তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

৩১. ইন্টারনেট ব্যবহার করার প্রটোকল কোনটি?

ক. http খ. html

গ. htm ঘ. htp

৩২. PAN–এর পূর্ণ নাম কোনটি?

ক. Personal Area Network

খ. Personal Area Networking

গ. Public Area Network

ঘ. Public Area Neting

৩৩. ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ক কোনটি?

ক. LAN খ. PAN

গ. MAN ঘ. WAN

৩৪. ব্যক্তিগত পর্যায়ের নেটওয়ার্ক কোনটি?

ক. WAN খ. MAN

গ. LAN ঘ. PAN

৩৫. লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করা হয়—

i. স্কুল-কলেজের

ii. বিশ্ববিদ্যালয়ের

iii. বিভিন্ন প্রতিষ্ঠানে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৬. একটি শহরের মধ্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয়, তাকে কী বলে?

ক. WAN খ. MAN

গ. LAN ঘ. PAN

৩৭. পৃথিবীজুড়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয়, তাকে কী বলে?

ক. PAN খ. LAN

গ. MAN ঘ. WAN

৩৮. তাড়াতাড়ি নেটওয়ার্ক তৈরির জন্য কোন টপোলজি বেশি উপযোগী?

ক. ট্রি খ. বাস

গ. স্টার ঘ. রিং

৩৯. সবচেয়ে সহজ টপোলজি কোনটি?

ক. স্টার খ. রিং

গ. হাইব্রিড ঘ. ট্রি

৪০. ব্যাকবোন ব্যবহার করা হয় কোন টপোলজিতে?

ক. মেশ খ. ট্রি

গ. বাস ঘ. রিং

সঠিক উত্তর

অধ্যায় ২: ৩১.ক ৩২.ক ৩৩.ক ৩৪.ঘ ৩৫.ঘ ৩৬.খ ৩৭.ঘ ৩৮.গ ৩৯.ক ৪০.গ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা