ষষ্ঠ শ্রেণির নতুন বই - বাংলা | অধ্যায় ৩ - অনুসর্গ

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

যেসব শব্দ কোনো শব্দের পরে বসিয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেসব শব্দকে অনুসর্গ বলে। অনুসর্গ বাক্যে ভারসাম্যতা আনে। যেমন: মাথার ওপরে নীল আকাশ। সে ঢাকা থেকে বরিশালে গেল। এখানে দাগ দেওয়া শব্দগুলো অনুসর্গ।

নিচের নমুনা থেকে এমন শব্দ খুঁজে বের করো, যেগুলো শব্দ বা বাক্যকে যুক্ত করেছে।

পলাশের নানা ও নানি একই দিন মারা যান। নানার কঠিন অসুখ হয়েছিল এবং ওই অসুখে তিনি কয়েক বছর ভুগেছিলেন। নানা মারা যাওয়ার কয়েক ঘণ্টা পর পলাশের নানির হার্টঅ্যাটাক হয়। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু বাঁচানো যায়নি। তার পর থেকে বেশ কয়েক দিন পলাশের মন খুব খারাপ ছিল, তাই তখন সে কারও সঙ্গে কথা বলত না।

পলাশ একসময় বুঝতে পারে, মানুষের বার্ধক্য আর মৃত্যুকে ঠেকানো যায় না। তবু প্রতিটি মৃত্যু মানুষকে কষ্ট দেয়। পলাশদের বাড়িতে যখন নানা বা নানি বেড়াতে আসতেন, তখন পলাশের খুব ভালো লাগত। কারণ, তাঁরা পলাশকে খুব আদর করতেন। তা ছাড়া তাঁরা পলাশের সঙ্গে অনেক মজার মজার গল্পও করতেন।

নমুনা উত্তর:

পলাশের নানা ও নানি একই দিন মারা যান। নানার কঠিন অসুখ হয়েছিল এবং ওই অসুখে তিনি কয়েক বছর ভুগেছিলেন। নানা মারা যাওয়ার কয়েক ঘণ্টা পর পলাশের নানির হার্টঅ্যাটাক হয়। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু বাঁচানো যায়নি। তার পর থেকে বেশ কয়েক দিন পলাশের মন খুব খারাপ ছিল, তাই তখন সে কারও সঙ্গে কথা বলত না।

পলাশ একসময় বুঝতে পারে, মানুষের বার্ধক্য আর মৃত্যুকে ঠেকানো যায় না। তবু প্রতিটি মৃত্যু মানুষকে কষ্ট দেয়। পলাশদের বাড়িতে যখন নানা বা নানি বেড়াতে আসতেন, তখন পলাশের খুব ভালো লাগত। কারণ, তাঁরা পলাশকে খুব আদর করতেন। তাছাড়া তাঁরা পলাশের সঙ্গে অনেক মজার মজার গল্পও করতেন।

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা