নবম শ্রেণি - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

৪১. দেবদের রাজত্ব বিস্তৃত ছিল কোথায়?

ক. গৌড়ে খ. বঙ্গে

গ. পুণ্ড্রে ঘ. সমতটে

৪২. কে শালবন বিহার নির্মাণ করেন?

ক. অতীশ দীপঙ্কর খ. অশোক

গ. শ্রীভবদেব ঘ. শশাংক

৪৩. কান্তিদেবের রাজধানীর নাম কী ছিল?

ক. কুমিল্লা খ. সিলেট

গ. ময়নামতি ঘ. বর্ধমানপুর

৪৪. চন্দ্রবংশের শাসকগণ প্রায় কত বছর রাজত্ব করেন?

ক. ১০০ বছর খ. ১৫০ বছর

গ. ২০০ বছর ঘ. ২৫০ বছর

৪৫. চন্দ্রবংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে?

ক. শ্রীচন্দ্র খ. লডহচন্দ্র

গ. গোবিন্দচন্দ্র ঘ. কল্যাণচন্দ্র

৪৬. চন্দ্ররাজাদের মূল কেন্দ্র ছিল কোনটি?

ক. ময়নামতি খ. সোমপুর বিহার

গ. লালমাই পাহাড় ঘ. মহাস্থানগড়

৪৭. ত্রৈলোক্যচন্দ্রের উপাধি কী ছিল?

ক. মহারাজাধিরাজ খ. পরমেশ্বর

গ. পরমভট্টারক ঘ. পরম সৌগত

৪৮. চন্দ্রবংশের শেষ রাজা কে ছিলেন?

ক. ত্রৈলোক্যচন্দ্র খ. লডহচন্দ্র

গ. কল্যাণচন্দ্র ঘ. গোবিন্দচন্দ্র

৪৯. বল্লাল সেনের শাসনকাল কোনটি?

ক. ১১৬০–১১৭৮ খ্রিষ্টাব্দ

খ. ১১৬১–১১৭৯ খ্রিষ্টাব্দ

গ. ১১৬২–১১৮০ খ্রিষ্টাব্দ

ঘ. ১১৬৩–১১৮১ খ্রিষ্টাব্দ

৫০. ‘দানসাগর’ ও ‘অদ্ভুতসাগর’ গ্রন্থের লেখক কে?

ক. টেকচাঁদ ঠাকুর খ. বল্লাল সেন

গ. সন্ধ্যাকর নন্দী ঘ. লক্ষ্মণ সেন

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৪১.ঘ ৪২.গ ৪৩.ঘ ৪৪.খ ৪৫.ক ৪৬.গ ৪৭.ক ৪৮.ঘ ৪৯.ক ৫০.খ

আযীযুন নাহার, প্রভাষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা