অধ্যায় ১

৫১. ফানজাইয়ে নিচের কোনটি নেই?

ক. ক্লোরোপ্লাস্ট খ. কাইটিন

গ. মনেরা ঘ. ক্রোমোজোম

৫২. নিচের কোনটির দেহে উন্নত টিস্যুতন্ত্র রয়েছে?

ক. মনেরা খ. প্রোটিস্টা

গ. ফানজাই ঘ. প্লানটি

৫৩. একটি জীবকে প্রজাতি পর্যায়ে বিন্যাসে আন্তর্জাতিক কোড চিহ্নিতের কয়টি ধাপ রয়েছে?

ক. দুই খ. চার

গ. পাঁচ ঘ.সাত

৫৪. বিবর্তনবিদ্যায় কী নিয়ে গবেষণা করা হয়?

ক. টিস্যু

খ. কোষ

গ. জীবের ক্রমবিকাশ

ঘ. অণুজীব

৫৫. ক্যারোলাস লিনিয়াস জীবজগৎকে কয়টি ভাগে ভাগ করে?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৫

৫৬. হুইট্টেকার জীবজগৎকে কয়টি কিংডমে ভাগ করার প্রস্তাব করেন?

ক. ৩ খ. ৪

গ. ৫ ঘ. ৬

৫৭. মারগুলিস সমস্ত জীবজগৎকে কয়টি সুপার কিংডমে ভাগ করেন?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৬

সঠিক উত্তর

অধ্যায় ১: ৫১.ক ৫২.ঘ ৫৩.ঘ ৫৪.গ ৫৫.ক ৫৬.গ ৫৭.ক

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা