অষ্টম শ্রেণি – বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৬ - বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৬

১১. বাংলাদেশের শ্রমশক্তির শতকরা কত ভাগ কৃষিসেবা খাতে নিয়োজিত?

ক. ৩৫.৫০% খ. ৩৮.৫০%

গ. ৪০.৬% ঘ. ৪২.৮%

১২. জিডিপি, জিএনপি এবং মাথাপিছু আয় ইত্যাদি হিসাবগুলোতে নিচের কোনটি ধরা হয় না?

ক. বিদেশে কর্মরত ব্যক্তিদের আয়

খ. ব্যবসা থেকে আয়

গ. যে শ্রম বাজারে বিক্রি করা হয় না

ঘ. প্রতিদিনের আয়

১৩. কোন সূচক থেকে বোঝা যায়, একটি দেশের অর্থনীতি কতটা কল্যাণমুখী?

ক. বৈদেশিক আয়

খ. রপ্তানি আয়

গ. মানব উন্নয়ন সূচক

ঘ. শিক্ষার হার

১৪. মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে আর্থসামাজিক খাতে বাজেটের কত শতাংশ ব্যয় করা হয়?

ক. ১৫% খ. ২০%

গ. ২৫% ঘ. ২৮%

১৫. মানব উন্নয়ন সূচকে (২০২০ সালের রিপোর্ট) বাংলাদেশের অবস্থান কত?

ক. ১৩৩তম খ. ১৪২তম

গ. ১৫০তম ঘ. ১৫৮তম

১৬. প্রাথমিক বিদ্যালয়ে মহিলা শিক্ষক নিয়োগ বিধি প্রবর্তনের ফলে বর্তমানে মহিলা শিক্ষকের হার কত উন্নীত হয়েছে?

ক. ৬০ শতাংশ খ. ৬২ শতাংশ

গ. ৬৪.৯ শতাংশ ঘ. ৭৫ শতাংশ

১৭. প্রাথমিক বিদ্যালয়ে ১৯৯১ সালে মহিলা শিক্ষক কত শতাংশ ছিল?

ক. ২১% খ. ২৫%

গ. ৩৫% ঘ. ৪৮%

১৮. বাংলাদেশে সর্বশেষ খানা আয়-ব্যয় জরিপ (২০১৬ সাল) অনুযায়ী আয়ভিত্তিক দারিদ্র্যের হার কত শতাংশে নেমে আসে?

ক. ২১.০৩% খ. ২৪.৩%

গ. ২৫.৮% গ. ২৫.৯%

১৯. ইন্দোনেশিয়ায় (২০১৯ সালে) সাক্ষরতার হার কত শতাংশ?

ক. ৮০.২% খ. ৮৫.৯%

গ. ৯১.২% ঘ. ৯৫.৭%

২০. বাংলাদেশে প্রত্যাশিত আয়ুষ্কাল (ইউএএডিপি ২০২০) কত বছর?

ক. ৭০.৩ % খ. ৭২.৩%

গ. ৭২.৬% ঘ. ৭৫.৩%

সঠিক উত্তর

অধ্যায় ৬: ১১.গ ১২.গ ১৩.গ ১৪.খ ১৫.ক ১৬.গ ১৭.ক ১৮.খ ১৯.ঘ ২০.গ

মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা