অধ্যায় ২
২১. ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটার একমুখী প্রবাহের নাম কী?
ক. ব্রডকাস্ট খ. সিমপ্লেক্স
গ. ফুল ডুপ্লেক্স ঘ. হাফ ডুপ্লেক্স
২২. হাফ ডুপ্লেক্স পদ্ধতির উদাহরণ কোনটি?
ক. ওয়াকিটকি খ. টেলিফোন
গ. মোবাইল ঘ. রেডিও
২৩. টেলিভিশনের ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে—
i. সিমপ্লেক্স
ii. মাল্টিকাস্ট
iii. ব্রডকাস্ট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪. সিমপ্লেক্স পদ্ধতির উদাহরণ কোনটি?
ক. ওয়াকিটকি খ. টেলিফোন
গ. মোবাইল ঘ. রেডিও
২৫. নিচের কোন পদ্ধতিতে টেলিফোনে ডেটা ট্রান্সমিশন হয়?
ক. সিমপ্লেক্স মোড
খ. হাফ ডুপ্লেক্স মোড
গ. ফুল ডুপ্লেক্স মোড
ঘ. ট্রিপল মোড
২৬. নিচের কোনটি টেলিভিশন সম্প্রচার ট্রান্সমিশন মোড নির্দেশক?
ক. ইউনিকাস্ট খ. ব্রডকাস্ট
গ. রিয়েলকাস্ট ঘ. মাল্টিকাস্ট
উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আলফা কোম্পানির দুই নিরাপত্তা কর্মকর্তা একে অপরের সঙ্গে একটি যন্ত্রের মাধ্যমে কথা বলছেন, তবে একই সঙ্গে নয়।
২৭. উদ্দীপকে উল্লিখিত দুই ব্যক্তি কোন ট্রান্সমিশন মোড ব্যবহার করছেন?
ক. সিমপ্লেক্স খ. হাফ ডুপ্লেক্স
গ. ফুল ডুপ্লেক্স ঘ. ব্রডকাস্ট
২৮. একই সঙ্গে যোগাযোগ করতে হলে তাঁদের দরকার—
i. মোবাইল
ii. টেলিফোন
iii. রেডিও
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৯. কোনটি মাল্টিকাস্টের উদাহরণ?
ক. ওয়াকিটকি খ. টেলিফোন
গ. মোবাইল ঘ. ভিডিও কনফারেন্স
৩০. গ্রুপ SMS কী?
ক. ইউনিকাস্ট খ. ব্রডকাস্ট
গ. রিয়েলকাস্ট ঘ. মাল্টিকাস্ট
সঠিক উত্তর
অধ্যায় ২: ২১. খ ২২. ক ২৩. খ ২৪. ঘ ২৫. গ ২৬. খ ২৭. খ ২৮. ক ২৯. ঘ ৩০. ঘ
এস কে এম মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা