অধ্যায় ৪
১. শ্বসন কী ধরনের ক্রিয়া?
ক. মুখ্য খ. বিপাকীয়
গ. গৌণ ঘ.শারীরিক
২. বায়ু উদ্ভিদের দেহ অভ্যন্তরে প্রবেশ করে—
i. পত্ররন্ধ্রের মাধ্যমে
ii. কাণ্ডের লেন্টিসেলের মাধ্যমে
iii. অন্তঃকোষের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. পানিতে নিমজ্জিত উদ্ভিদগুলো কিসের সাহায্যে অক্সিজেন শোষণ করে?
ক. পাতা খ. কাণ্ড
গ. মূল ঘ. সমগ্র দেহতল
৪. নিম্ন শ্রেণির প্রাণীতে শ্বসন হয়—
i. ত্বকের মাধ্যমে
ii. লেন্টিসেলের মাধ্যমে
iii. ট্রাকিয়ার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. মাছ ও ব্যাঙাচি শ্বসন সম্পন্ন করে কীভাবে?
ক. ফুলকা দিয়ে খ. ফুসফুস দিয়ে
গ. ট্রাকিয়া দিয়ে ঘ. দেহতল দিয়ে
৬. স্থলজ মেরুদণ্ডী প্রাণীরা শ্বসন সম্পন্ন করে কীভাবে?
ক. ফুসফুস দিয়ে খ. দেহ দিয়ে
গ. ট্রাকিয়া দিয়ে ঘ. ফুলকা দিয়ে
৭. ফুসফুসের বায়ুথলি গঠনকারী পাতলা কোষের নাম কী?
ক. এপিথেলিয়াল খ. ট্রাকিয়া
গ. ফুলকা ঘ. অ্যালভিওলাস
৮. খাদ্য অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে পরিণত হয়—
i. গতিশক্তি
ii. তাপশক্তি
iii. স্থিতিশক্তি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. অক্সিজেন ও কার্বন ডাই–অক্সাইড বিনিময় ঘটে কোন নালিতে?
ক. শ্বাসনালি খ. কৈশিক
গ. ট্রাকিয়া ঘ. গলবিল
১০. জীবকোষের কোথায় স্টার্চ, শর্করা, প্রোটিন ও ফ্যাট সঞ্চিত থাকে?
ক. প্রোটোপ্লাজম খ. সাইটোপ্লাজম
গ. এন্ডোপ্লাজম ঘ. এক্টোপ্লাজম
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১.খ ২.ঘ ৩.ঘ ৪.খ ৫.ক ৬.ক ৭.ক ৮.ক ৯.খ ১০.খ
এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা