নিচের শব্দগুলোর পূর্ণরূপ লেখো।

MDG-Millennium Development Goals.

SDG-Sustainable Development Goals.

IMF-International Monetary Fund.

EFT-Electronic Fund Transfer.

প্রশ্ন: শূন্যস্থান পূরণ করো।

১. গ্রিনিচ মানের সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য ____।

২. বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা ____।

৩. বাংলাদেশের মধ্যভাগ দিয়ে উত্তর–দক্ষিণে অতিক্রম করেছে ____।

৪. ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ ____ অবস্থিত।

৫. পৃথিবীর বৃহত্তম নদী ____।

৬. পৃথিবীর বৃহত্তম বদ্বীপ ____।

৭. পৃথিবীর ছাদ বলা হয় ____।

৮. বাংলার শেষ স্বাধীন নবাব ____।

৯. ‘আরেক ফাল্গুন’ বইয়ের লেখক ____।

১০. কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি হলেন ____।

উত্তর:

১. ৬ ঘণ্টা, ২. পঞ্চগড়, ৩. দ্রাঘিমা রেখা, ৪. বঙ্গোপসাগরে ৫. নীলনদ, ৬. বাংলাদেশ, ৭. পামির মালভূমিকে, ৮. সিরাজউদ্দৌলা, ৯. জহির রায়হান, ১০. হামিদুর রহমান।

বাংলাদেশ সম্পর্কিত

প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি?

উত্তর: ৪টি

প্রশ্ন: শিশু মৃত্যুর হার কমানোর ক্ষেত্রে অবদানের জন্য বাংলাদেশ কোন পুরস্কার লাভ করে?

উত্তর: MDG-২০১০ পুরস্কার

প্রশ্ন: বাংলাদেশে প্রথম কত সালে প্রথম আদমশুমারি হয়?

উত্তর: ১৯৭৪ সালে

প্রশ্ন: বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কী?

উত্তর: পিপীলিকা

প্রশ্ন: বাংলাদেশের মধ্যভাগ দিয়ে পূর্ব-পশ্চিমে অতিক্রম করেছে কোন ভৌগোলিক কল্পিত রেখা?

উত্তর: কর্কটক্রান্তি রেখা

প্রশ্ন: ঢাকায় আহ্নিক গতির বেগ কত?

উত্তর: ঘন্টায় ১৬০০ কিমি।

প্রশ্ন: বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?

উত্তর: মুর্শিদ কুলি খান।

প্রশ্ন: স্বাধীনতা স্তম্ভের স্থপতি কে?

উত্তর: কাশেফ মাহবুব চৌধুরী ও মেরিনা তাবাসসুম

প্রশ্ন: বাংলাদেশের ‘সাদা সোনা’ কাকে বলা হয়?

উত্তর: চিংড়িকে ‘সাদা সোনা’ বলা হয়।

প্রশ্ন: ‘মাৎস্যন্যায়’ কী?

উত্তর: অরাজকতার যুগ।

মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক

ফেনী সরকারি কলেজ, ফেনী