তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

৫১. গুগলিয়েলমো মার্কনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন?

ক. নিউজিল্যান্ড খ. মেক্সিকো

গ. ইতালি ঘ. জার্মানি

৫২. বেতার যন্ত্রের আবিষ্কারক কে?

ক. গুগলিয়েলমো মার্কনি

খ. রেমন্ড স্যামুয়েল টমলিনসন

গ. চার্লস ব্যাবেজ

ঘ. অ্যাডা লাভলেস

৫৩. এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কনি কোনটি ব্যবহার করেছিলেন?

ক. বেতার তরঙ্গ

খ. অতি দীর্ঘ তরঙ্গ

গ. আণবিক শক্তি

ঘ. ফাইবার অপটিকস

৫৪. আইবিএম কোম্পানির তৈরি প্রথম কম্পিউটারের নাম কী?

ক. মাইক্রো খ. মিনিফ্রেম

গ. মেইনফ্রেম ঘ. ম্যাক্রো

৫৫. বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল—

i. প্রোগ্রামিং ধারণার প্রবর্তক

ii. তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা দেন

iii. বিনা তারে তথ্য পাঠানোর সম্ভাবনা তুলে ধরেন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

আরও পড়ুন

৫৬. বিশ শতকের কোন দশকে ইন্টারনেট প্রটোকলের ব্যবহার শুরু হয়?

ক. পঞ্চাশের দশকে

খ. ষাট-সত্তরের দশকে

গ. ষাট-আশির দশকে

ঘ. একুশ শতকে

৫৭. বিশ্বের প্রথম নেটওয়ার্কের নাম কী?

ক. আরপানেট খ. টপোলজি

গ. প্রটোকল ঘ. ইন্টারনেট

৫৮. নেটওয়ার্ক কী?

ক. কম্পিউটারগুলোর মধ্যে আন্তসংযোগ

খ. ইন্টারনেটের নাম

গ. একাধিক প্রটোকল

ঘ. প্রোগ্রাম

৫৯. আরপানেট কী?

ক. একটি নেটওয়ার্কের নাম

খ. মাইক্রোপ্রসেসর

গ. প্রোগ্রাম

ঘ. ইন্টারনেট

৬০. একজন যতক্ষণ পর্যন্ত প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত না হবে, ততক্ষণ পর্যন্ত—

i. তথ্য বিশ্লেষণ করতে পারবে না

ii. নতুন তথ্য সৃষ্টি করতে পারবে না

iii. তথ্য সংগ্রহ করতে পারবে না

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ৫১.গ ৫২.ক ৫৩.ক ৫৪.গ ৫৫.গ ৫৬.খ ৫৭.ক ৫৮.ক ৫৯.ক ৬০.ঘ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন