প্রশ্নের উত্তর বড় করার চেয়ে সঠিক হওয়া বেশি গুরুত্বপূর্ণ

ফারহানা নাজ

ভালো ফলাফলের জন্য পরীক্ষার খাতায় উপস্থাপনা যথাযথ বা ভালো হওয়া জরুরি। ভালো উপস্থাপনা বলতে পরীক্ষার খাতার সার্বিক পরিচ্ছন্নতা এবং প্রশ্ন বুঝে বানান ভুল না করে স্বাবলীলভাবে সহজ বাক্যে প্রাসঙ্গিক উত্তর প্রদানকে বোঝায়।

হাতের লেখা অবশ্যই স্পষ্ট ও সুন্দর হতে হবে। উত্তর লেখার পর বেশি কাটাকাটি করবে না। লেখার কোনো অংশে কাটতে হলে তা একটানে কাটবে। লিখিত উত্তরের সঙ্গে প্রয়োজন অনুযায়ী প্রাসঙ্গিক উদ্ধৃতি, চার্ট, চিহ্নিত চিত্র ইত্যাদি ব্যবহার করবে। প্রশ্নের উত্তরে ঠিক যতটুকু চেয়েছে ততটুকুই উত্তর লিখবে। প্রশ্নের উত্তর বড় করে লেখার চেয়ে সঠিকভাবে লেখাটা বেশি গুরুত্বপূর্ণ। সৃজনশীল প্রশ্নের নম্বর সঠিকভাবে লেখাটা জরুরি। যেমন: ২ নম্বর প্রশ্নের উত্তর (ক)।

প্রস্তুতি ঝালিয়ে নাও

আমার পরামর্শ হলো, বাকি কটা দিন সময়ের অপচয় না করে পরীক্ষার রুটিন অনুযায়ী প্রস্তুতি ঝালিয়ে নাও। শুধু পড়লেই চলবে না, সেই সঙ্গে প্রয়োজন ঠিকমতো খাওয়াদাওয়া ও নিয়মমতো ঘুম। সব ধরনের অস্থিরতা ঝেড়ে ফেলে পরীক্ষার জন্য মানসিকভাবে প্রস্তুত হও। সুস্থ থেকো আর নিজের ওপর বিশ্বাস রেখো।

মানসিক চাপ দেবেন না

অভিভাবকদের প্রতি পরামর্শ হলো, সন্তানদের পরীক্ষার প্রস্তুতির জন্য যথাযথ পরিবেশ নিশ্চিত করুন। ছেলে–মেয়েরা যাতে শান্তিপূর্ণ পরিবেশে পড়ালেখা করতে পারে তার জন্য সহযোগিতা করবেন। পড়াশোনা নিয়ে সন্তানকে কোনো ধরনের মানসিক চাপ দেবেন না। অযথা কোনো বিষয় নিয়ে সন্তানকে জিজ্ঞেস বিব্রত করবেন না। প্রতিদিন সন্তানের সাথে কথা বলুন, খোঁজ নিন, প্রয়োজনে সহায়তা করুন।

আরও পড়ুন