অধ্যায় ৭
১। প্রশ্ন: ৪২.১৯৫ সংখ্যাটি দশমিক ভগ্নাংশ। এখানে ৯ এর অবস্থান নির্ণয় কর।
উত্তর: ০.০৯ শতাংশ
২। প্রশ্ন: কতটি ০.১ দ্বারা ২.১ গঠন করা যায়?
উত্তর: ২১
৩। প্রশ্ন: কতটি ০.০০১ দ্বারা ০.১৯৫ গঠন করা যায়?
উত্তর: ১৯৫
৪। প্রশ্ন: প্রতিটি কাপের ওজন ০.৩ কেজি হলে ৫টি কাপের ওজন কত?
উত্তর: ১.৫ কেজি
৫। প্রশ্ন: ০.৩ × ২ = কত?
উত্তর: ০.৬
৬। প্রশ্ন: কোনো রাশিকে যখন ১০ এবং ১০০ দ্বারা ভাগ করা হয় তখন দশমিক বিন্দুর অবস্থান কী হয়?
উত্তর: ভাজকে যত সংখ্যক শূন্য (০) থাকে দশমিক বিন্দু বামে ততঘর সরে যায়।
৭। প্রশ্ন: ২.৪ মিটার ০.১ মিটারের কত এককের সমান?
উত্তর: ২৪।
৮। প্রশ্ন: কোথায় ‘০’ লেখা অপ্রয়োজনীয়?
উত্তর: দশমিক বিন্দুর পর
৯। প্রশ্ন: এক ইঞ্চি = কত সেমি.
উত্তর: ২.৫৪ সেমি.
১০। প্রশ্ন: একটি জমির দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে কী করতে হবে?
উত্তর: দৈর্ঘ্য ও প্রস্থ গুণ করতে হবে
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা