শোন একটি মুজিবরের থেকে
২১. ‘শোন একটি মুজিবরের থেকে’ কবিতায় লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি কোথায় ওঠে রণি?
ক. আকাশে-বাতাসে
খ. পাতালে
গ. বাতাসে ঘ. আকাশে
২২. গৌরীপ্রসন্ন মজুমদারের অসংখ্য গান ইতিহাসে স্থান করে নিয়েছে—
ক. প্রবাদ বলে
খ. কিংবদন্তি বলে
গ. চিরায়ত সম্পদ বলে
ঘ. সম্পদ হিসেবে
২৩. ‘শোন একটি মুজিবরের থেকে’ কবিতায় লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি বলতে কী বোঝানো হয়েছে?
ক. বাঙালি জাতির আশা-ভরসা
খ. বাঙালির মিলিত কণ্ঠস্বর
গ. বাঙালির মুক্তিসংগ্রাম
ঘ. বাঙালির আন্দোলন
২৪. ‘রূপসী বাংলা’ বলতে কোন চিত্র অনুভূত হয়?
ক. বাংলার রূপ
খ. বাংলার প্রকৃতি
গ. বাংলার প্রাকৃতিক সৌন্দর্য
ঘ. চিরায়ত মহিমা
২৫. ‘তাঁর বজ্রকণ্ঠের আহ্বান’ বলতে কার কথা বোঝানো হয়েছে?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. তাজউদ্দীন আহমদ
গ. সৈয়দ নজরুল ইসলাম
ঘ. মওলানা ভাসানী
২৬. পাকিস্তানবিরোধী সব সংগ্রাম আন্দোলনে সারা দেশে কী প্রচার করা হতো?
ক. লোকসংগীত
খ. নজরুলের রণসংগীত
গ. রবীন্দ্রনাথের জাতীয় সংগীত
ঘ. বঙ্গবন্ধুর ভাষণ
৩. ‘শোন একটি মুজিবরের থেকে’ কবিতায় কার কণ্ঠস্বরের ধ্বনির কথা বলা হয়েছে?
ক. শেখ মুজিবুর রহমান
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
ঘ. মওলানা ভাসানী
৪. ‘শোন একটি মুজিবরের থেকে’ কবিতায় কজন মুজিবের কণ্ঠস্বরের ধ্বনির কথা বলা হয়েছে?
ক. কোটি মুজিবর খ. লক্ষ মুজিবর
গ. হাজার মুজিবর ঘ. শত মুজিবর
৫. ‘শোন একটি মুজিবরের থেকে’ কবিতায় কাকে ফিরে পাওয়ার কথা বলা হয়েছে?
ক. হারানো বন্ধুকে
খ. হারানো জননীকে
গ. হারানো পিতাকে
ঘ. হারানো বাংলাকে
৬. ‘শোন একটি মুজিবরের থেকে’ কবিতায় কার সোনার বাংলার কথা বলা হয়েছে?
ক. লক্ষ মুজিবরের
খ. পল্লিকবির
গ. বিশ্বকবির
ঘ. বিদ্রোহী কবির
সঠিক উত্তর
শোন একটি মুজিবরের থেকে: ২১.ক ২২.গ ২৩.খ ২৪.গ ২৫.ক ২৬.ঘ ২৭.ক ২৮.খ ২৯.ঘ ৩০.গ
আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন(১১-২০)