রসায়ন ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

১. সবচেয়ে ভারী কণা কোনটি?

ক. আলফা খ. বিটা

গ. প্রোটন ঘ. নিউট্রন

২. সবচেয়ে অস্থায়ী কণা কোনটি?

ক. আলফা খ. মেসন

গ. নিউট্রন ঘ. প্রোটন

৩. এক লক্ষ a কণার মধ্যে কতটি a কণা পরমাণুর নিউক্লিয়াস ভেদ করে ফিরে আসে?

ক. 1টি খ. 2টি

গ. 5টি ঘ. 6টি

৪. রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা নীচের কোনটি সম্পর্কে ধারণা দেয়?

ক. পরমাণুর খ. নিউক্লিয়াসের

গ. ইলেকট্রনের ঘ. নিউট্রনের

৫. রাদারফোর্ড স্বর্ণপাত পরীক্ষার জন্য কত পুরুত্বের স্বর্ণপাত ব্যবহার করেছেন?

ক. 0.004cm খ. 0.004m

গ. 0.0004cm ঘ. 0.000004m

৬. বোর পরমাণু মডেলের ভিত্তি কী?

ক. প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব

খ. ডালটনের পারমাণবিক তত্ত্ব

গ. আরহেনিয়াসের তড়িৎ তত্ত্ব

ঘ. পলির বর্জন নীতি

৭. বোরের পরমাণু মডেল নিচের কোনটির বর্ণালী ব্যাখ্যা করতে পারে?

ক. Be+ খ. λ+

গ. He+ ঘ. H+

৮. [Ca+2] ও [F-] আয়নের আয়নিক গুণফল এর দ্রাব্যতা গুণফলকে অতিক্রম করলে কী ঘটে?

ক. দ্রবণীয় খ. আংশিক দ্রবণীয়

গ. অবঃক্ষেপ ঘ. আংশিক অবঃক্ষেপ

৯. ইলেকট্রনের তরঙ্গ ধর্ম অনুসারে কোনটি ঠিক?

ক. m= λ/δ খ. λ℘= C2

গ. me = λ/π ঘ. d =λ×m3.

১০. তড়িৎ চৌম্বকীয় রেডিয়েশনের বৈশিষ্ট্য—

i. কম্পাঙ্ক ℘=C/λ

ii. E=ϑ C/λ

iii. d = λ/mu

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i. ও iii

গ. ii. ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ২: ১.ক ২.খ ৩.গ ৪.খ ৫.গ ৬.ক ৭.গ ৮.গ ৯.গ ১০.ক

তাপসী বণিক, সহযোগী অধ্যাপক, কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ঢাকা