সপ্তম শ্রেণির নতুন বই - বাংলা | অধ্যায় ৫ - সংক্ষেপে উত্তর দাও

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৫

১. প্রশ্ন: কত বছর ধরে মানুষ পিরামিডের পথ অনুসন্ধান করেছে?

উত্তর: সাড়ে ছয় হাজার বছর।

২. প্রশ্ন: কোন অঞ্চলের পিরামিড ভুবনবিখ্যাত?

উত্তর: মিসরের গিজে অঞ্চলের পিরামিড।

৩. প্রশ্ন: সবচেয়ে প্রাচীন পিরামিডটি কোন রাজা নির্মাণ করেন?

উত্তর: খুফু।

৪. প্রশ্ন: সবচেয়ে প্রাচীন পিরামিডটির উচ্চতা কত?

উত্তর: ৪৮১ ফুট।

৫. প্রশ্ন: সেনকাওরা কত সালে পিরামিড নির্মাণ করেন?

উত্তর: ৪৫৫০ খ্রিষ্ট পূর্বাব্দে।

৬. প্রশ্ন: কারা অনন্ত জীবনের আশায় পিরামিড নির্মাণ করেছিলেন?

উত্তর: ফারাওরা

৭. প্রশ্ন: পিরামিডে দেহকে কী বানিয়ে রাখা হতো?

উত্তর: মমি।

৮. প্রশ্ন: মমি কী?

উত্তর: বিশেষ উপায়ে সংরক্ষিত মৃতদেহ।

৯. প্রশ্ন: সবচেয়ে বড় পিরামিডটা বানাতে কত লোকের কত সময় লেগেছিল?

উত্তর: ১ লাখ লোকের ২০ বছর লেগেছিল। মানুষের তৈরি পুরোনো কোনো স্থাপত্য নিদর্শনকে পুরাকীর্তি বলে। বাংলাদেশে অনেক পুরাকীর্তি আছে, যেগুলোর কোনো কোনোটি হাজার বছরের বেশি পুরোনো। যেমন বগুড়ার মহাস্থানগড়, নওগাঁর সোমপুর বিহার, বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ, দিনাজপুরের কান্তজিউ মন্দির, ঢাকার আহসান মঞ্জিল ইত্যাদি।

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা