বাংলা - পঞ্চম শ্রেণি

পঞ্চম শ্রেণির পড়াশোনা

ঘাসফুল

মূলভাব: ঘাসের ছোট ছোট ফুল পরম আনন্দে বেঁচে আছে। জীবনকে ওরা উপভোগ করছে হাওয়ার দোলায় আর সূর্য কিরণের মায়ায়। গাছে ফুল ফুটলে আনন্দ পাওয়া চাই। ফুল ছিঁড়ে কিংবা পায়ের নিচে পিষে ওদের কষ্ট দেওয়া ঠিক নয়। ফুল ছেঁড়ার অর্থ ফুলকে মেরে ফেলা। গাছের যেমন প্রাণ আছে, ফুলেরও তেমনই প্রাণ আছে। 

প্রশ্ন: শব্দগুলোর অর্থ লেখো—দোলাই, কিরণ, ধরা, তারারা, ফোটে, স্নেহ–কণা, রূপকথা।

উত্তর:

প্রদত্ত শব্দ শব্দের অর্থ

দোলাই নাড়াই

কিরণ আলো

ধরা পৃথিবী

তারারা আকাশের তারকারাজি

ফোটে প্রস্ফুটিত হয়, ফুটে ওঠে

স্নেহ–কণা মায়া, সোহাগ, আদর

রূপকথা কল্পিত গল্প

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা