অধ্যায় ১
৪১. নিখুঁতভাবে দৈর্ঘ্য মাপার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা যায়?
ক. সাধারণ স্কেল খ. স্ক্রুগজ
গ. ভার্নিয়ার স্কেল ঘ. স্লাইড ক্যালিপার্স
৪২. প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য 1 মি.মি. এবং ভার্নিয়ার স্কেলের ভাগের সংখ্যা 10 হলে, ভার্নিয়ার ধ্রুবক কত?
ক. 0.1 সেমি খ. 0.01 মিমি
গ. 0.1 মি. ঘ. 0.1 মিমি
তথ্যটি পড়ে ৪৩ ও ৪৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সবুজ প্রধান স্কেল ও ভার্নিয়ার স্কেলের সমন্বিত ব্যবহারে মোট পাঠ পেল 13.5 m m
৪৩. ভার্নিয়ার পাঠের মান কত?
ক. 0.5 mm খ. 0.4 mm
গ. 0.2m ঘ. 0.1 mm
৪৪. ভার্নিয়ার সমপাতান 5 হলে উদ্দীপক অনুসারে ভার্নিয়ার ধ্রুবক কত?
ক. 0.05 mm খ. 0.5 mm
গ. 0.01mm ঘ. 0.1 mm
৪৫. নিচের কোনটি মৌলিক রাশি?
ক. দীপন তীব্রতা খ. তাপ
গ. বেগ ঘ. কাজ
৪৬. নিচের কোনটি লব্ধ রাশি?
ক. দৈর্ঘ্য খ. দীপন তীব্রতা
গ. তাপ ঘ. বৈদ্যুতিক প্রবাহ
৪৭. নিউটন আবিষ্কার করেন—
i. পড়ন্ত বস্তুর সূত্র
ii. ক্যালকুলাস
iii. বলবিদ্যার সূত্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৮. আল মাসুদী রচিত এনসাইক্লোপিডিয়া কত খণ্ডের?
ক. ২৮ খ. ৩০
গ. ৩২ ঘ. ৩৮
৪৯. এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে কী বলে?
ক. রাশি খ. একক
গ. পদার্থ ঘ. মাত্রা
৫০. এক্স রে কোন বিজ্ঞানী আবিষ্কার করেন?
ক. গ্যালিলিও
খ. ম্যাক্সওয়েল
গ. রন্টজেন
ঘ. নিউটন
সঠিক উত্তর
অধ্যায় ১: ৪১.গ ৪২.ঘ ৪৩.ক ৪৪.ঘ ৪৫.ক ৪৬.গ ৪৭.গ ৪৮.খ ৪৯.ক ৫০.গ
রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা