গুলশান লিংকরোডে নিজস্ব ভবনে অবস্থিত এ’ ক্যাটাগরিভুক্ত কমার্স বিশেষায়িত গুলশান কমার্স কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে। ভর্তির জন্য শিক্ষার্থীকে অনলাইনে আবেদন করতে হবে।
অনলাইনে আবেদনের লিংক: xiclassadmission.gov.bd
আবেদনের শেষ তারিখ: ২০ আগস্ট, রোববার
আবেদনের ন্যুনতম যোগ্যতা: যেকোন বিভাগ থেকে জিপিএ ২.৫। একাদশ শ্রেণিতে শুধুমাত্র ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি চলছে।
গুলশান কমার্স কলেজর বৈশিষ্ট
ঢাকা শিক্ষা বোর্ডের ষষ্ঠ স্থান অর্জনকারি এই কলেজ ২০১৭ সালে মেয়েদের মেধা তালিকায় শীর্ষ স্থান অর্জন করে
২০০৮ সালে ঢাকা বোর্ডে ষষ্ঠ স্থান অর্জন করে
প্রতিষ্ঠানের অধ্যক্ষ এম. এ. কালাম ২০১৯ সালে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক শ্রেষ্ঠ অধ্যক্ষ মনোনীত হয়
জিপিএ ৫ সহ পাসের হার প্রায় শতভাগ
ছেলে ও মেয়েদের পৃথক শিফটের এই কলেজটিতে মোট আসন রয়েছে ৮০০ টি
মেধাবীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা
আবেদনের ১ম ধাপ চলাকালীন (১০-২০ আগস্ট) কলেজে স্থাপিত অ্যাডমিশন হেল্প ডেস্ক থেকে ফ্রি এসএমএস ও অনলাইনে আবেদন করা যাবে।
ভর্তি সংক্রান্ত যেকোনো প্রয়োজনে যোগাযোগ: 01915642350, 01531382632, 01933360184
বিস্তারিত জানতে ভিজিট করুন: gcc.edu.bd