শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

EN
English
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • করোনাভাইরাস
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
পড়াশোনা

অষ্টম শ্রেণি – বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

লেখা:
মিজান চৌধুরী
প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ০৫: ৫০

অধ্যায় ৫

২১. বর্তমান সময়ে সারা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় মাধ্যম কোনটি?

ক. ইন্টারনেট খ. সংবাদপত্র

গ. টেলিভিশন ঘ. রেডিও

২২. কোনটির মাধ্যমে আমরা জাতীয় ও আন্তর্জাতিক খবরাখবর ঘরে বসেই দেখতে পাই?

ক. ইন্টারনেট খ. সংবাদপত্র

গ. টেলিভিশন ঘ. রেডিও

২৩. কাদের ওপর টেলিভিশনের প্রভাব খুব বেশি?

ক. পুরুষদের

খ. শিশু-কিশোরদের

গ. নারীদের

ঘ. তরুণদের

২৪. ইলেকট্রনিক কমার্সকে সংক্ষেপে কী বলা হয়?

ক. ই-মেইল খ. টুইটার

গ. ইন্টারনেট ঘ. ই-কমার্স

২৫. কোন ফোনের মাধ্যমে দেশে-বিদেশে সবার সঙ্গে কম খরচে কথা বলা যায়?

ক. ইন্টারনেট ফোন

খ. টিঅ্যান্ডটি ফোন

গ. মোবাইল ফোন

ঘ. টেলিফোন

২৬. কম মূল্য ও দ্রুততম সময়ের মধ্যে তথ্য পাঠানো সম্ভব কোনটির মাধ্যমে?

ক. ফ্যাক্স খ. ই-কমার্স

গ. ই-মেইল ঘ. ফোন

২৭. ইলেট্রনিক কমার্স কী?

ক. অনলাইনে ক্রেতা-বিক্রেতার মধ্যে পণ্য লেনদেন মাধ্যম

খ. অনলাইনে তথ্য আদান-প্রদানের মাধ্যম

গ. অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যম

ঘ. অনলাইনে বহির্বিশ্বের সঙ্গে শুধু রাজনৈতিক যোগাযোগের একটি মাধ্যম

২৮. বিনোদন, সংবাদ ও ধ্যানধারণা কোনটির মাধ্যমে পরিবেশন করা হয়?

i. সংবাদপত্র

ii. বেতার

iii. টেলিভিশন

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. iii ঘ. i, ii ও iii

২৯. স্থানীয় সমাজের উপাদান হলো—

i. খেলাধুলার ক্লাব

ii. বিজ্ঞান ক্লাব

iii. সাহিত্য সমিতি

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. i, ii ও iii ঘ. iii

৩০. ফেসবুক ও টুইটার কী?

ক. রাজনৈতিক যোগাযোগের মাধ্যম

খ. সাংস্কৃতিক যোগাযোগের মাধ্যম

গ. সামাজিক যোগাযোগের মাধ্যম

ঘ. অর্থনৈতিক যোগাযোগের মাধ্যম

সঠিক উত্তর

অধ্যায় ৫: ২১.গ ২২.গ ২৩.খ ২৪.ঘ ২৫.ক ২৬.গ ২৭.ক ২৮.ঘ ২৯.গ ৩০.গ

মিজান চৌধুরী, শিক্ষক, লালমাটিয়া উচ্চবিদ্যালয়, ঢাকা

পড়াশোনা থেকে আরও পড়ুন
  • অষ্টম শ্রেণি
  • শিক্ষা
  • প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা
  • পড়াশোনা
  • অষ্টম শ্রেণি বাংলাদেশ ও বিশ্বপরিচয়
মন্তব্য করুন