সপ্তম শ্রেণি - বাংলা ১ম পত্র | কাবুলিওয়ালা : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)
সপ্তম শ্রেণির পড়াশোনা
কাবুলিওয়ালা
২১. মিনির বিবাহের কারণে ঘরে কী বাজছে?
ক. বাঁশি বাজছে খ. হারমোনিয়াম
গ. সানাই বাজছে ঘ. ঢোল বাজছে
২২. মিনির বয়স কত?
ক. সাত বছর খ. ছয় বছর
গ. পাঁচ বছর ঘ. চার বছর
২৩. মিনি কোথায় আগডুম-বাগডুম খেলা করত?
ক. ঘরের কোনায় খ. ঘরের মধ্যে
গ. টেবিলের পাশে ঘ. চৌকির পাশে
২৪. অতীতে কোন শহরের লোক নানা কাজ নিয়ে এ দেশে যাতায়াত করত?
ক. কাবুলের খ. বাগদাদের
গ. ইসলামাবাদের ঘ. দিল্লির
২৫. ‘অনর্গল’ শব্দের অর্থ কী?
ক. দ্রুত খ. তাড়াতাড়ি
গ. অনবরত ঘ. বারবার
২৬. আফগানিস্তানের নাম কী?
ক. বাগদাদ খ. নয়াদিল্লি
গ. কাবুল ঘ. রেঙ্গুন
২৭. কাবুলিওয়ালা কর্তৃক ‘খুকি’ শব্দের অশুদ্ধ উচ্চারণ কোনটি?
ক. খুখি খ. খোখী
গ. খোখি ঘ. খোঁকি
২৮. কার মঙ্গলচিন্তা সব পিতারই সহজাত আকাঙ্ক্ষা?
ক. নাতনির খ. সন্তানের শ্বশুরালয়ের
গ. নাতির ঘ. সন্তানের
২৯. রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সব পিতার কী উন্মোচন করেছেন?
ক. পিতৃত্বের সর্বজনীন ও চিরন্তন রূপ
খ. মঙ্গলচিন্তা
গ. সম্প্রীতি
ঘ. স্নেহপ্রীতি
৩০. সব পিতারই সহজাত আকাঙ্ক্ষা কী?
ক. সন্তানের বর্তমান চিন্তা
খ. সন্তানের ভবিষ্যৎ চিন্তা
গ. সন্তানের বিয়ের চিন্তা
ঘ. সন্তানের মঙ্গল চিন্তা
সঠিক উত্তর
কাবুলিওয়ালা: ২১.গ ২২.গ ২৩.গ ২৪.ক ২৫.গ ২৬.গ ২৭.গ ২৮.ঘ ২৯.ক ৩০.ঘ
আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)