বাংলা - সপ্তম শ্রেণি

সপ্তম শ্রেণির পড়াশোনা

৬ অধ্যায়

এসো কবিতা বুঝি

প্রশ্ন: ‘ময়নামতীর চর’ কবিতায় কবি কিসের বর্ণনা দিয়েছেন?

নমুনা উত্তর: ‘ময়নামতীর চর’ কবিতায় কবি একটি নদীর চরের বর্ণনা দিয়েছেন।

প্রশ্ন: এই কবিতার প্রধান বিষয় কী?

নমুনা উত্তর: এই কবিতার প্রধান বিষয় ময়নামতী নামের এক চরের প্রতিদিনের জীবনযাত্রার ছবি।

প্রশ্ন: এই কবিতায় কী কী প্রাণীর উল্লেখ রয়েছে?

নমুনা উত্তর: এই কবিতায় কুমির, খরশুলা মাছ, দাঁড়িকানা মাছ, গাঙচিল, গরু, উকুন, বক, শালিক, বরাহ ইত্যাদি প্রাণীর উল্লেখ রয়েছে।

প্রশ্ন: গাঙচিল কীভাবে মাছ শিকার করে?

নমুনা উত্তর: গাঙচিল ছোঁ মেরে মাছ ধরে ডালে এসে বসে। তারপর ঠোঁট দিয়ে চেপে মাছটিকে আছাড় মেরে নিস্তেজ করে এবং মাছটির মাথা-পেট-লেজ একে একে ছিঁড়ে গিলে খায়।

প্রশ্ন: আখখেত পাহারা দিতে চাষিরা কী পদ্ধতি অবলম্বন করেছেন?

নমুনা উত্তর: বুনো শূকরের হাত থেকে আখখেতকে রক্ষার জন্য ময়নামতীর চরের চাষিরা বিশেষ এক পদ্ধতি অবলম্বন করেন। আখখেত পাহারা দিতে গিয়ে চাষিরা খেতের কোনায় বাঁশ পুঁতে ছোট ঘর তৈরি করেছেন। ঘরের ভেতরে মাচার ওপর খড়ের শয্যা বানিয়ে কৃষকেরা সেখানে অবস্থান করেন। প্রবল শীতের মধ্যেও মাঠের মাঝখানে আগুনের মশাল জ্বালিয়ে ও হাততালি বাজিয়ে তাঁরা খেত পাহারা দেন। যাতে রাতের বেলা পদ্মার ওপার থেকে শূকর এসে আখের খেত নষ্ট না করে।

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা