অধ্যায় ৪
১. পাতার কোন টিস্যু সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান?
ক. নিম্নত্বক খ. ঊর্ধ্বত্বক
গ. স্পঞ্জি প্যারেনকাইমা ঘ. মেসোফি
২. রাইবুলোজ কত কার্বনবিশিষ্ট?
ক. তিন খ. চার
গ. পাঁচ ঘ. ছয়
৩. আত্তীকরণ শক্তি হলো—
i. ATP
ii. GTP
iii. NADPH₂
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. পাইরুভিক অ্যাসিড কত কার্বনবিশিষ্ট?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
৫. গ্লাইকোলাইসিস কোথায় সংঘটিত হয়?
ক. ক্লোরোপ্লাস্টে খ. নিউক্লিয়াসে
গ. সাইটোপ্লাজমে ঘ. মাইটোকন্ড্রিয়ায়
৬. সালোকসংশ্লেষণে নির্গত অক্সিজেনের উৎস কী?
ক. পানি খ. ক্লোরোফিল
গ. সূর্যের আলো ঘ. কার্বন ডাই-অক্সাইড
৭. কোন যৌগটি ছয় কার্বনবিশিষ্ট?
ক. গ্লুকোজ খ. রাইবুলোজ
গ. অ্যাসিটাইল কো-এ ঘ. পাইরুডিক অ্যাসিড
৮. ক্রেবস চক্র কোথায় সংঘটিত হয়?
ক. মাইটোকন্ড্রিয়ায় খ. সাইটোপ্লাজমে
গ. নিউক্লিয়াসে ঘ. ক্লোরোপ্লাস্টে
৯. সালোকসংশ্লেষণের জন্য সুবিধাজনক তাপমাত্রা কত?
ক. ২২° সে-৩০° সে. খ. ২২° সে-৩৫° সে
গ. ২৫° সে-৩৫° সে ঘ. ২৫° সে-৪৫° সে
১০. গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?
ক. গ্লুকোজ খ. রাইবুলোজ
গ. পাইরুভিক অ্যাসিড ঘ. অ্যাসিটাইল কো-এ
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১.ঘ ২.গ ৩.খ ৪.খ ৫.গ ৬.ক ৭.ক ৮.ক ৯.খ ১০.গ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা