সংক্ষেপে জেনে রাখি - অধিবর্ষ, ভরাকটাল, আহ্নিক গতি, আন্তর্জাতিক তারিখ রেখা

অধিবর্ষ

চার বছর পরপর ফেব্রুয়ারি মাস ২৮ দিনের পরিবর্তে ২৯ দিনে ধরা হয়। এরূপ বছরকে অধিবর্ষ বা লিপইয়ার বলে। সূর্যকে পরিক্রমণ করতে পৃথিবীর এক বছর বা ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড সময় লাগে। কিন্তু সৌর বছর গণনা করা হয় ৩৬৫ দিনে । অতিরিক্ত সময় সমন্বয় করতে তাই প্রতি চার বছর পরপর ফেব্রুয়ারি মাসে এক দিন বাড়িয়ে ৩৬৬ দিনে বছর গণনা করা হয়।

ভরাকটাল

প্রকৃতির নিয়মে সাগরে প্রতি মাসে দুবার ভরাকটাল বা বড় জোয়ার হয়, যাকে ইংরেজিতে বলে স্প্রিং টাইড (Spring Tide)। অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে সূর্য ও চাঁদের মিলিত শক্তির টানে যে তীব্র জোয়ার সৃষ্টি হয়, তাকে ভরা জোয়ার বা তেজকটাল বা ভরাকটাল বলে। অমাবস্যা ও পূর্ণিমার সময় সূর্য, চাঁদ এবং আমাদের পৃথিবী প্রায় একই সরলরেখায় চলে আসে।

আহ্নিক গতি

পৃথিবী প্রতিনিয়ত নিজ অক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। এভাবে আবর্তন করতে পৃথিবীর প্রায় ২৪ ঘণ্টা বা ১ দিন সময় লাগে। সঠিক হিসাবে এ সময় হলো ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড। পৃথিবীর এ গতিকে আহ্নিক গতি বা দৈনিক গতি বলা হয়। আহ্নিক গতির ফলে পৃথিবীতে দিন ও রাত হয়।

আন্তর্জাতিক তারিখ রেখা

কোনো নির্দিষ্ট স্থান থেকে পূর্ব বা পশ্চিমে ১৮০ ডিগ্রি দ্রাঘিমা রেখা অতিক্রম করলে সময় গণনার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। এ সমস্যা সমাধানের জন্য ১৮০ ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অবলম্বন করে জলভাগের ওপর দিয়ে উত্তর–দক্ষিণে প্রলম্বিত একটি রেখা কল্পনা করা হয়। এ কল্পিত রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে। এটি মূল মধ্যরেখার ঠিক বিপরীত দিকে অবস্থিত

আরও পড়ুন