সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা প্রশ্নোত্তর - (৫১) | ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি প্রস্তুতি ২০২৪

প্রিয় ক্যাডেট কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থী, তোমাদের ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ে ৪০ নম্বরের প্রশ্ন থাকবে। ২০২৪ সালের ভর্তি পরীক্ষায় সিলেবাস থেকে প্রশ্নের ধরন কেমন হতে পারে, তা দেখে নাও।

গণিত

প্রশ্ন: শূন্যস্থান পূরণ করো ।

১. সর্বপ্রথম স্থানাঙ্কের ধারণা দেন ____।

২. সেট তত্ত্বের জনক হলেন জার্মান গণিতবিদ ____।

৩. ভেনচিত্র সর্বপ্রথম ব্যবহার করেন ____।

৪. শূন্য (০) আবিষ্কার করেন ভারতীয় গণিতবিদ ____।

৫. মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে একত্রে বলা হয় ____।

৬. চতুর্ভুজের কর্ণ ____।

৭. যে সেটের কোনো উপাদান নেই, তাকে বলে ____।

৮. লগারিদম পদ্ধতি আবিষ্কার করেন ____।

৯. সমীকরণের অজ্ঞাত রাশিকে বলা হয় ____।

১০. শতকরা মানে কোনো সংখ্যাকে ____ দ্বারা ভাগ করা।

উত্তর

১. গণিতবিদ রেনে দেকার্তে

২. জর্জ ক্যান্টর

৩. জন ভেন

৪. আর্য ভট্ট

৫. বাস্তব সংখ্যা

৬. দুটি

৭. ফাঁকা সেট

৮. জন নেপিয়ার

৯. চলক

১০. ১০০

সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও।

১. ত্রিভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি কত?

উত্তর: ১৮০°

২. চতুর্ভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি কত?

উত্তর: ৩৬০°

৩. অর্ধবৃত্তস্থ কোণের পরিমাণ কত?

উত্তর: এক সমকোণ

৪. সরল সমীকরণ কত ঘাতবিশিষ্ট হতে পারে?

উত্তর: এক ঘাত

৫. সংখ্যাভিত্তিক তথ্য বা ঘটনাকে কী বলে?

উত্তর: পরিসংখ্যান

৬. সংবাদপত্র থেকে প্রাপ্ত তথ্য কী ধরনের উপাত্ত?

উত্তর: মাধ্যমিক

৭. কোন উপাত্তের নির্ভরযোগ্যতা অনেক বেশি?

উত্তর: প্রাথমিক

৮. পরীক্ষার নম্বর ও জনসংখ্যা কোন ধরনের চলক?

উত্তর: বিচ্ছিন্ন চলক

৯. সরাসরি উৎস থেকে সংগৃহীত তথ্যকে কী বলে?

উত্তর: প্রাথমিক উপাত্ত

১০. পরিসংখ্যানের উপাত্ত কয় ধরনের হয়?

উত্তর: দুই ধরনের

প্রশ্ন: সঠিক উত্তর বের করো।

১. পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে, তাদের যোগফল কত?

ক. ৯ খ. ১২

গ. ১৪ ঘ. ১৫

২. ২৭৯° কোণকে কী কোণ বলে?

ক. বিপ্রতীপ কোণ খ. প্রবৃদ্ধ কোণ

গ. স্থূল কোণ ঘ. সম্পূরক কোণ

৩. অর্ধবৃত্তের কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত?

ক. ৯০° খ. ১৮০°

গ. ২৪০° ঘ. ৩৬০°

৪. পাই–এর মান 3.14 সর্বপ্রথম কে আবিষ্কার করেন?

ক. আর্য ভট্ট খ. টলেমি

গ. নিউটন ঘ. আর্কিমিডিস

৫. x+6 ≠ 9+8 সমীকরণে অজ্ঞাত রাশি কোনটি?

ক. x খ. 5

গ. 20 ঘ. 24

৬. কোনো সংখ্যার দ্বিগুণের সঙ্গে 5 যোগ করলে যোগফল 25 হবে?

ক. 12 খ. 16

গ. 15 ঘ. 20

৭. কোন সংখ্যার এক–তৃতীয়াংশ 4 এর সমান?

ক. 12 খ. 16

গ. 20 ঘ. 24

৮. কোন উপাত্ত এলোমেলোভাবে থাকে?

ক. বিন্যস্ত খ. অবিন্যস্ত

গ. প্রাথমিক ঘ. মাধ্যমিক

৯. একটি শ্রেণি ১২–২১ হলে শ্রেণি ব্যবধান কত?

ক. ৮ খ. ৯

গ. ১০ ঘ. ১১

১০. ৫১–৬০ শ্রেণির ব্যাপ্তি কত?

ক. ৯ খ. ১০

গ. ৫১ ঘ. ৬০

উত্তর

১. ঘ ২. খ ৩. খ ৪. ক ৫. ক ৬. ঘ ৭. ক ৮. খ ৯. গ ১০. খ

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা