অষ্টম শ্রেণি – বাংলা ২য় পত্র | শব্দগঠন - বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

শব্দগঠন

১১. ‘কথায় কথায় তোমার কথা এসে গেল’— দ্বিরুক্তিটি কীভাবে গঠিত?

ক. একই শব্দ দুবার ব্যবহার করে

খ. সমার্থক শব্দযোগে

গ. জোড় শব্দের পর-অংশ পরিবর্তন করে

ঘ. বিপরীত শব্দযোগে

১২. একই শব্দের সমার্থক (প্রায়) আর একটি শব্দ ব্যবহার করে নিচের কোন শব্দের দ্বিরুক্তি গঠন করা হয়েছে?

ক. বছর বছর খ. বসন্ত–বসন্ত

গ. আশা-ভরসা ঘ. আস্তে আস্তে

১৩. জোড় শব্দের পর-অংশ আংশিক পরিবর্তন করে শব্দদ্বৈত গঠিত হয়েছে কোনটিতে?

ক. চেয়েচিন্তে খ. সুখশান্তি

গ. দেনা-পাওনা ঘ. ঢাকঢোল

১৪. বিপরীত শব্দযোগে দ্বিরুক্ত হয়েছে কোনটিতে?

ক. কাছাকাছি খ. ঢাকঢোল

গ. আসল-নকল ঘ. হার-জিত

১৫. কোন বাক্যে অনুকার শব্দ রয়েছে?

ক. মেয়েটি গুনগুন করে গান গাইছে

খ. গুড়গুড় করে মেঘ ডাকছে

গ. এত হি হি করে হাসার কারণ কী

ঘ. নোমান সকাল থেকে আবোলতাবোল বকে চলেছে

আরও পড়ুন

১৬. গাছ ভেঙে পড়ার শব্দ—

ক. মড়মড় খ. ঘচঘচ

গ. কলকল ঘ. গর গর

১৭. বিপরীত শব্দযোগে গঠিত শব্দদ্বৈত কোনটি?

ক. চাল চলন খ. দেনা-পাওনা

গ. ভয়ডর ঘ. সুখশান্তি

১৮. ‘কথা-বার্তা’ এই শব্দদ্বৈত কীভাবে গঠিত হয়েছে?

ক. বিপরীত শব্দযোগে

খ. একই শব্দের সমার্থক (প্রায়) আর একটি শব্দ ব্যবহার করে

গ. জোড় শব্দের পর-অংশ আংশিক পরিবর্তন করে

ঘ. বিপরীত শব্দযোগে

১৯. নিচের কোনটি অনুকার ধ্বনিযোগে গঠিত?

ক. হার-জিত খ. বেচা-কেনা

গ. রাগারাগি ঘ. টুংটাং

২০. নিচের কোনটি অনুভূতির কাল্পনিক অনুকৃতি?

ক. চোঁ চোঁ খ. মড়মড়

গ. কা কা ঘ. ট্যা ট্যা

সঠিক উত্তর

শব্দগঠন: ১১.ক ১২.গ ১৩.ক ১৪.গ ১৫.ঘ ১৬.ক ১৭.খ ১৮.খ ১৯.ঘ ২০.ক

শরীফুল ইসলাম শরীফ, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা

আরও পড়ুন