এসএসসি ২০২৩ - পদার্থবিজ্ঞান | অধ্যায় ৭ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ৭
১. নিচের কোনটি স্পন্দন গতি?
ক. ঘড়ির কাঁটার গতি
খ. সরল দোলকের গতি
গ. বৈদ্যুতিক পাখার গতি
ঘ. স্প্রিংয়ের সংকোচন ও প্রসারণের গতি
২. তরঙ্গ দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে কী সঞ্চালিত হয়?
ক. শক্তি খ. ক্ষমতা
গ. গতি ঘ. বেগ
৩. আলোর তরঙ্গ কোন ধরনের তরঙ্গ?
ক. পর্যাবৃত্ত তরঙ্গ
খ. বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ
গ. তাড়িত চৌম্বকীয় তরঙ্গ
ঘ. যান্ত্রিক তরঙ্গ
৪. যান্ত্রিক তরঙ্গের বেগ কিসের ওপর নির্ভর করে?
ক. বিস্তার
খ. দশা
গ. মাধ্যমের প্রকৃতি
ঘ. চাপ
৫. যে তরঙ্গ কম্পনের দিকের সঙ্গে লম্বভাবে অগ্রসর হয়, তাকে কী বলে?
ক. অণুপ্রস্থ তরঙ্গ
খ. আড় তরঙ্গ
গ. তাড়িত চৌম্বক তরঙ্গ
ঘ. অণুদৈর্ঘ্য তরঙ্গ
৬. কম্পাঙ্কের একক কী?
ক. নিউটন খ. হার্জ
গ. মিটার ঘ. মিটার/সে.
৭. অণুদৈর্ঘ্য তরঙ্গের কণাগুলোর স্পন্দন দিকের সঙ্গে তরঙ্গপ্রবাহের দিকের মধ্যবর্তী কোণের মান কত?
ক. 0° খ. 60°
গ. 90° ঘ. 180°
৮. যে তরঙ্গ কম্পনের দিকের সঙ্গে সমান্তরালভাবে অগ্রসর হয়, তাকে
কী বলে?
ক. অণুপ্রস্থ তরঙ্গ
খ. তাড়িত চৌম্বকীয় তরঙ্গ
গ. আড়তরঙ্গ
ঘ. অণুদৈর্ঘ্য তরঙ্গ
৯. তরঙ্গ দৈর্ঘ্যের একক কী?
ক. হার্জ খ. মিটার
গ. প্যাসকেল ঘ. কেলভিন
১০. স্পন্দনশীল বস্তুকণা প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে, তাকে কী বলে?
ক. বিস্তার খ. দশা
গ. কম্পাঙ্ক ঘ. তরঙ্গ দৈর্ঘ্য
সঠিক উত্তর
অধ্যায় ৭: ১. খ ২. ক ৩. ঘ ৪. গ ৫. ক ৬. খ
৭. ক ৮. ঘ ৯. খ ১০. গ
রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক
গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা