বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পাবলিক হেলথে মাস্টার, বাড়ল আবেদনের সময়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরিচালিত মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রামে ২০২৪ শিক্ষাবর্ষ (৭ম ব্যাচ)  ভর্তির সময় বাড়ানো  হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

  • হেলথ সায়েন্স/বায়োলজিক্যাল সায়েন্স/স্বাস্থ্য বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারী;

  • ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডেন্ট্রিস্ট, ব্যাচেলর অব নার্সিং, ফিজিওথেরাপি এবং ৩ অথবা ৪ বছর মেয়াদি সমাজবিজ্ঞান বিষয়ক স্নাতকে ন্যূনতম

২য় শ্রেণিতে উত্তীর্ণ/জিপিএ ২.৫ বা তদুর্দ্ধ;

  • ৩ প্রোগ্রাম সম্পন্নের জন্য অবশ্যই ইংরেজি ও কম্পিউটারে দক্ষ হতে হবে।

আরও পড়ুন

ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদনপত্র জমার বর্ধিত তারিখ: ২৯-০৮-২০২৪ পর্যন্ত

  • মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ: ০৮-০৯-২০২৪

  • ভর্তি পরীক্ষার লিখিত তারিখ ও সময়: ১৩-০৯-২০২৪, সকাল ১০টা – ১১টা

  • ভর্তি পরীক্ষার লিখিত স্থান: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর

  • মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত তালিকা প্রকাশ: ১৯-০৯-২০২৪

  • মৌখিক পরীক্ষা: ২২-০৯-২০২৪  থেকে ২৩-০৯-২০২৪

  • ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ: ২৬-০৯-২০২৪

  • মেধা তালিকা থেকে ভর্তি: ৩০-০৯-২০২৪ থেকে ২৭-১০-২০২৪

  • ওরিয়েন্টেশন ও ক্লাশ শুরু: ০১-১১-২০২৪

আরও পড়ুন

ভর্তি পরীক্ষার বিষয়

স্বাস্থ্য বিষয়ক ৩০, পুষ্টি ও মাতৃস্বাস্থ্য ৩০, এপিডেমিওলজি ও পরিসংখ্যান ৩০, বাংলা ও ইংরেজি লিখন দক্ষতা ১০ নম্বরসহ মোট ১০০ নম্বরের MCQ ও বর্ণনামূলক প্রশ্ন।

আরও পড়ুন

স্টাডি কেন্দ্র

১. বাউবি’র গাজীপুর ক্যাম্পাস, বোর্ডবাজার, গাজীপুর।

২. শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট, মাতুয়াইল।

৩. ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স, শেওড়াপাড়া, ঢাকা।

৪. ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, মিরপুর, ঢাকা।

৫. সেন্টার ফর মেডিকেল আলট্রাসাউন্ড অ্যান্ড ডপলার।

৬. রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী।

৭. চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, চট্টগ্রাম।

৮. সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ।

৯. টিএমএমএস মেডিকেল ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড টেকনোলজি, বগুড়া।

১০. ইউনিভার্সেল মেডিকেল কলেজ, মহাখালী, ঢাকা।

১১. ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।

১২. রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ, রংপুর।

বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.bou.ac.bd

আরও পড়ুন