দশম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)
দশম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ৫
২১. নদী বাঁচাতে কী করণীয়?
ক. নিয়মিত খনন করা
খ. নদীতীরে বসতি স্থাপন
গ. নৌকা না চালানো
ঘ. নদীতীরে গাছপালা কেটে ফেলা
২২. বাংলাদেশের আয়তনের শতকরা কত ভাগ নদী আছে?
ক. ১০ ভাগ খ. ১৫ ভাগ
গ. ২০ ভাগ ঘ. ২৫ ভাগ
২৩. তিস্তা নদী দৈর্ঘ্য কত?
ক. ১৫০ কিমি খ. ১৬৫ কিমি
গ. ১৭৭ কিমি ঘ. ১৮৬ কিমি
২৪. কোন বাঁধটি চট্টগ্রামকে বন্যার হতে রক্ষা করে?
ক. তিস্তা বাঁধ খ. ডিমলা বাঁধ
গ. কাপ্তাই বাঁধ ঘ. ফারাক্কা বাঁধ
২৫. জলবিদ্যুৎ কেন্দ্র ও চট্টগ্রাম বন্দরের জন্য কোন নদীর গুরুত্ব সর্বাধিক?
ক. তিস্তা খ. কর্ণফুলী
গ. পদ্মা ঘ. মেঘনা
২৬. সুমন বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বেড়াতে গিয়ে নদীর পানির স্রোত ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের একটি কারখানা দেখতে পেল। এটি কোন নদীর ওপর অবস্থিত?
ক. তিস্তা খ. মেঘনা
গ. কর্ণফুলী ঘ. মাতামুহুরী
২৭. তিস্তা কোন নদীর উপনদী?
ক. যমুনা খ. বুড়িগঙ্গা
গ. ধলেশ্বরী ঘ. ব্রহ্মপুত্র
২৮. তিব্বতের মানস সরোবরে কোন নদের উত্পত্তি হয়েছে?
ক. পদ্মা খ. মেঘনা
গ. ব্রহ্মপুত্র ঘ. কর্ণফুলী
২৯. দেশের বেশ কিছু নদীতে পানির প্রবাহ কম কেন?
ক. নৌযান বৃদ্ধি পাওয়ায়
খ. চর পড়ায়
গ. বাঁধ দেওয়ায়
ঘ. পানি দূষিত হওয়ায়
৩০. নাফ নদীর দৈর্ঘ্য কত?
ক. ৫৬ কিমি খ. ১২০ কিমি
গ. ২০৮ কিমি ঘ. ৩২০ কিমি
সঠিক উত্তর
অধ্যায় ৫: ২১.ক ২২.ক ২৩.গ ২৪.গ ২৫.খ ২৬.গ ২৭.ঘ ২৮.গ ২৯.খ ৩০.ক
মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা