দশম শ্রেণি - পদার্থবিজ্ঞান | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

৪১. ক্ষমতার একক কী?

ক. ওয়াট খ. জুল

গ. নিউটন মিটার ঘ. জুল মিটার

৪২. ইউরেনিয়ামের সঙ্গে নির্দিষ্ট শক্তির নিউট্রনের বিক্রিয়াকে কী বলে?

ক. ফিশন খ. ফিউশন

গ. মেসন ঘ. শোষণ

৪৩. কোনো বস্তুর বিভবশক্তি বেশি হবে, যদি—

i. বলের মান বেশি হয়

ii. বস্তুর ভর বৃদ্ধি পায়

iii. বস্তুর অধিক সরণ ঘটানো হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৪. প্রকৃতিতে কত শতাংশ ইউরেনিয়াম বিদ্যমান?

ক. 0.9 খ. 0.8

গ. 0.7 ঘ. 0.6

৪৫. কাজের একক—

i. জুল ii. নিউটন

iii. নিউটন মিটার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৬. নিউক্লীয় বিক্রিয়া হলো—

i. ফিশন

ii. শৃঙ্খল বিক্রিয়া

iii. তেজস্ক্রিয় বিক্রিয়া

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৭. ক্ষমতার একক কোনটি?

ক. জুল খ. জুল/সেকেন্ড

গ. ওয়াট/সেকেন্ড ঘ. মিটার/ সেকেন্ড

৪৮. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?

ক. কয়লা খ. পেট্রল

গ. বায়োগ্যাস ঘ. প্রাকৃতিক গ্যাস

৪৯. পানির কোন শক্তিকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়?

ক. গতিশক্তি খ. তড়িৎশক্তি

গ. বিভবশক্তি ঘ. রাসায়নিকশক্তি

নিচের তথ্যের আলোকে ৫০ ও ৫১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

৫০. কোন উচ্চতায় গতিশক্তি বিভবশক্তি সমান হবে?

ক. 4.12m খ. 3.11m

গ. 2.55m ঘ. 1.5m

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৪১.ক ৪২.ক ৪৩.ঘ ৪৪.গ ৪৫.খ ৪৬.ক ৪৭.খ ৪৮.গ ৪৯.গ ৫০.গ

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা

আরও পড়ুন