ইতালিতে বাংলাদেশিদের জন্য এসএসসি ও এইচএসসি প্রোগ্রামে ভর্তির সুযোগ

বাংলাদেশ দূতাবাস, রোম, ইতালিছবি: দূতাবাসের সৌজন্যে

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত বহিঃবাংলাদেশ (নিশ-২) এসএসসি প্রোগ্রামে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে (২০২৩ ব্যাচ) শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। ইতালিতে কর্মরত/বসবাসরত বাংলাদেশি অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত আগ্রহী ব্যক্তিদের সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ-দূতাবাসের মাধ্যমে এসএসসি প্রোগ্রামে ভর্তি করা হবে।

অনলাইনে প্রাথমিক আবেদন: ০৫ জুলাই

ভর্তিযোগ্য শাখা: মানবিক এবং ব্যবসায় শিক্ষা

নির্ধারিত ফি’স জমাদানের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের দূতাবাসে ভর্তি প্রক্রিয়া চলবে ৭ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত

ভর্তির যোগ্যতা: 

  • শিক্ষার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হিসেবে ইতালির অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত হতে হবে

  • জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

  • ৩১ ডিসেম্বর ১৯৯৭ এর পরে প্রদত্ত জন্ম তারিখের ক্ষেত্রে জেএসসি/জেডিসি বা সমমানের সনদ প্রদান করতে হবে

যোগাযোগ:

১. বাংলাদেশ দূতাবাস রোম, ইতালি

২. ডিন, ওপেন স্কুল, বাউবি: [email protected]

৩. ইন্টারন্যাশনাল একাডেমিক প্রোগ্রাম উইং, বাউবি: [email protected]

বিস্তারিত তথ্যের জন্য নিচে সংযুক্ত বিজ্ঞপ্তিটি দেখুন অথবা ভিজিট করুন bou.ac.bd

আরও পড়ুন
আরও পড়ুন