এসএসসি ২০২২ - পদার্থবিজ্ঞান | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১-৩০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ১
১. কোন বিজ্ঞানী প্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দেন?
ক. গ্যালিলিও খ. আরিস্তারাকস
গ. কোপার্নিকাস ঘ. নিউটন
২. ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে?
ক. ম্যাক্স প্লাঙ্ক খ. মার্কনি
গ. রনজেন ঘ. বেকেরেল
৩. ১৫৪৩ সালে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা দেন কোন বিজ্ঞানী?
ক. কোপার্নিকাস খ. নিউটন
গ. গ্যালিলিও ঘ. আর্কিমিডিস
৪. নিচের কোনটি লব্ধ একক?
ক. মোল খ. কেলভিন
গ. জুল ঘ. অ্যাম্পিয়ার
৫. নিচের কোনটি মৌলিক একক?
ক. ক্যান্ডেলা খ. ওয়াট
গ. নিউটন ঘ. ভোল্ট
৬. পদার্থের পরিমাণের একক কী?
ক. গ্রাম খ. কিলোগ্রাম
গ. মোল ঘ. মিটার
৭. এক ফেমটোমিটার = কত মিটার?
ক. 10⁻¹⁵ খ. 10¹ গ. 10¹⁸ ঘ. 10⁻¹⁸
৮. দীপন তীব্রতার একক কী?
ক. অ্যাম্পিয়ার খ. লুমেন
গ. ক্যান্ডেলা ঘ. লাক্স
৯. 1kg আদর্শ ভরের সংকর ধাতুটির উপাদান হলো—
i. প্লাটিনাম
ii. ইউরেনিয়াম
iii. ইরিডিয়াম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. একটি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 200 এবং যন্ত্রের পিচ 1mm হলে স্ক্রুগজটির লঘিষ্ঠ গণন কত মি.মি.?
ক. 0.01 খ. 0.001
গ. 0.05 ঘ.0.005
১১. নিচের কোন বিজ্ঞানী সূর্যগ্রহণসম্পর্কিত ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত?
ক. থেলিস খ. আর্কিমিডিস
গ. পিথাগোরাস ঘ. ডেমোক্রিটাস
১২. নিচের কোনটি মৌলিক রাশি?
ক. বেগ খ. সময়
গ. সরণ ঘ. বল
১৩. কোন বিজ্ঞানী ক্যালকুলাস আবিষ্কার করেন?
ক. গ্যালিলিও খ. কেপলার
গ. আইনস্টাইন ঘ. নিউটন
১৪. কোন বিজ্ঞানীর হাতে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা ঘটে?
ক. নিউটন খ. কেপলার
গ. গ্যালিলিও ঘ. হাইগেন
১৫. পাখির উড়া পর্যবেক্ষণ করে কোন বিজ্ঞানী উড়োজাহাজের একটি মডেল তৈরি করেছিলেন?
ক. রজার বেকন
খ. ডা. গিলবার্ট
গ. আর্কিমিডিস
ঘ. লিওনার্দো দ্য ভিঞ্চি
১৬. লোডস্টোনের চৌম্বক ধর্ম সম্পর্কে জানতেন কোন বিজ্ঞানী?
ক. থেলিস খ. পিথাগোরাস
গ. ডেমোক্রিটাস ঘ. নিউটন
১৭. 1 MW = কত?
ক. 10³w খ. 10⁶w
গ. 10¹²w ঘ. 10¹⁵w
১৮. বলের মাত্রা কোনটি?
ক. MLT⁻¹ খ. ML⁻¹T-2⁻
গ. MLT² ঘ. MLT⁻²
১৯. স্ক্রুগজের বৃত্তাকার স্কেলের ভাগসংখ্যা 100 এবং পিচ যদি 1mm হয়, তাহলে নূন্যাঙ্ক কত?
ক. 0.1m খ. 0.001mm
গ. 0.01mm ঘ. 1mm
২০. প্রথম চৌম্বকত্ব কোথায় আবিষ্কৃত হয়?
ক. গ্রিসে খ. চীনে
গ. মিশরে ঘ. ইংল্যান্ডে
২১. ‘আল জাবির’ বইটি কার লেখা?
ক. আল খোয়ারিজমি
খ. ইবনে আল হাইয়াম
গ. ওমর খৈয়াম
ঘ. আল মাসুদি
২২. বিজ্ঞানের আসল বিষয় কী?
ক. দৃষ্টিভঙ্গি খ. গবেষণা
গ. যন্ত্রপাতি ঘ. পর্যবেক্ষণ
২৩. পদার্থবিজ্ঞানের ওপর ভিত্তি করে বিজ্ঞানের কোন শাখা দাঁড়িয়েছে?
ক. জীববিজ্ঞান খ. গণিত
গ. চিকিৎসাবিজ্ঞান ঘ. রসায়ন
২৪. বর্তমান সভ্যতার পেছনে কোনটি বড় অবদান রেখেছে?
ক. গণিত খ. রসায়ন
গ. ইলেকট্রনিক্স ঘ. পদার্থবিজ্ঞান
২৫. E = mc² সূত্রটি কে আবিষ্কার করেন?
ক. রন্টজেন খ. মাদামকুরি
গ. আইনস্টাইন ঘ. সত্যেন্দ্রনাথ বোস
২৬. প্রথমে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন কোন বিজ্ঞানী?
ক. পিথাগোরাস খ. থেলিস
গ. আরিস্তারাকস ঘ. কোপার্নিকাস
২৭. সঠিকভাবে পৃথিবীর ব্যাসার্ধ বের করেছিলেন কে?
ক. ইরাতোস্থিনিস খ. থেলিস
গ. নিউটন ঘ. আরিস্তারাকস
২৮. কোথায় শূন্যকে সত্যিকার অর্থে ব্যবহার করা হয়?
ক. ইউরোপ খ. আরব দেশে
গ. চীনে ঘ. ভারতবর্ষে
২৯. কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন কোন বিজ্ঞানী?
ক. রাদারফোর্ড খ. ম্যাক্স প্লাঙ্ক
গ. ম্যাক্সওয়েল ঘ. আইনস্টাইন
৩০. কাকে আলোকবিজ্ঞানের স্থপতি হিসেবে বিবেচনা করা হয়?
ক. শেন কুয়ো
খ. আল খোয়ারিজমি
গ. ওমর খৈয়াম
ঘ. ইবনে আল হাইয়াম
সঠিক উত্তর
অধ্যায় ১: ১.খ ২.ঘ ৩.ক ৪.গ ৫.ক ৬.গ ৭.ক ৮.গ ৯.খ ১০.ঘ ১১.ক ১২.খ ১৩.ঘ ১৪.গ ১৫.ঘ ১৬.ক ১৭.খ ১৮.ঘ ১৯.গ ২০.খ ২১.ক ২২.ক ২৩.ঘ ২৪.গ ২৫.গ ২৬.গ ২৭.ক ২৮.ঘ ২৯.খ ৩০.ঘ
রমজান মাহমুদ, সহকারী শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা