দশম শ্রেণি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৭১-৮০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

৭১. ইন্টারনেট কী?

ক. ই-মেইল

খ. ওয়েবের সমষ্টি

গ. একটি নেটওয়ার্ক

ঘ. নেটওয়ার্কের নেটওয়ার্ক

৭২. হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কে ছিলেন?

ক. বিল গেটস

খ. মার্ক জাকারবার্গ

গ. গুগলিয়েলমো মার্কনি

ঘ. ম্যাক্সওয়েল

৭৩. ফেসবুক কী ধরনের ওয়েবসাইট?

ক. ভিডিও ওয়েবসাইট

খ. বাণিজ্যিক যোগাযোগের

গ. এনসাইক্লোপিডিয়া

ঘ. সামাজিক যোগাযোগের

৭৪. Stastica–এর সাইটে ২০১৮ সালে জুলাই–সেপ্টেম্বর পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে মোট ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত?

ক. ২.৭ বিলিয়ন খ. ২.৯ বিলিয়ন

গ. ৩.১ বিলিয়ন ঘ. ৩.৭ বিলিয়ন

৭৫. E-learning–এর পূর্ণরূপ কোনটি?

ক. Electronic learning

খ. Electronics learning

গ. Internet learning

ঘ. Information learning

৭৬. E-learning কী?

ক. মাল্টিমিডিয়ার ব্যবহার

খ. Distance learning

গ. অনলাইনের মাধ্যমে পাঠদান

ঘ. ওপরের সব কটি

৭৭. নিচের কোনটি শিক্ষাক্ষেত্রের আধুনিক পদ্ধতি?

ক. ই-লার্নিং খ. ই-পর্চা

গ. ই-গভর্ন্যান্স ঘ. ই-বুক

৭৮. বর্তমানের ক্লাসরুমে শিক্ষকেরা কিসের সাহায্যে পাঠদানে আগ্রহী হচ্ছেন?

ক. মাল্টিমিডিয়া খ. প্রজেক্টর

গ. কম্পিউটার ঘ. বই

৭৯. বিজ্ঞানের বিষয়গুলো শিক্ষার্থীরা সহজে শিখতে পারছে কিসের সাহায্যে?

ক. এনসাইক্লোপিডিয়া

খ. ই-লার্নিং

গ. বই

ঘ. ওয়েবসাইট

৮০. পৃথিবীর অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় তাদের অসংখ্য কোর্স কোথায় উন্মুক্ত করে দিয়েছে?

ক. অনলাইনে খ. ওয়েব পোর্টালে

গ. নেটওয়ার্কে ঘ. বইয়ে

সঠিক উত্তর

অধ্যায় ১: ৭১.ঘ ৭২.খ ৭৩.ঘ ৭৪.ক ৭৫.ক ৭৬.ঘ ৭৭.ক ৭৮.ক ৭৯.খ ৮০.ক

প্রকাশ কুমার দাস, মাস্টার ট্রেইনার, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)